আসসালামুআলাইকুম,
আমি একটা ভিপিএন এপস ব্যবহার করি, যেটার কিছু সুবিধা বিনামূল্যে এবং কিছু বাড়তি সুবিধা তারা টাকার বিনিময়ে দেয় যেটা মাসিক এবং বার্ষিক হিসাবে চার্জ করে...ঐ এপ টা আমি প্লেস্টোর থেকে না নামিয়ে অন্য একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, যেখানে ওরা এই এপটির বাড়তি সুবিধাগুলোও বিনামূল্যে যুক্ত করে দিয়েছে... যদি একই এপের বাড়তি সুবিধাগুলো আমি অন্য সাইট থেকে বিনামূল্যে পাই, আমি কি এটা ব্যবহার করতে পারবো ?
উল্লেখ্য, এমন অনেক সাইটই আছে, যারা প্লেস্টোরের অনেক এপসের এমন বাড়তি সুবিধাগুলোকে বিনামূল্যে ব্যবহার মতো করে সিস্টেম করে দেয় যেটা প্লেস্টোর থেকে ডাউনলোড করলে কিনেই ব্যবহার করতে হয়, আর ওইসব সাইট থেকে বিনামূল্যে নেয়া যায় ৷