আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্নের জবাব দেওয়ার অনুরোধ রইলো।
প্রশ্ন ১: নিচের ইসমে আজম দোয়াটি সহীহ হাদিস দিয়ে প্রমাণিত?
اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ الْحَنَّانُ الْمَنَّانُ بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَىُّ يَا قَيُّومُ أَسْأَلُكَ
হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি। কারণ তোমারই জন্য সব প্রশংসা। তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোন মাবুদ নেই। তুমিই সবচেয়ে বড় দয়ালু, বড়দাতা। তুমিই আসমান জমিনের স্রষ্টা। হে মর্যাদা ও দান করার মালিক! হে চিরঞ্জীব, হে প্রতিষ্ঠাতা! আমি তোমার কাছে প্রার্থনা করি।
প্রশ্ন ২: নিচের দুরুদ কি সহীহ হাদিস দিয়ে প্রমাণিত?
صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ উচ্চারণ : আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিমিনা ওয়াল মুসলিমাতি। অর্থ : হে আল্লাহ! তুমি রহমত বর্ষণ কর তোমার বান্দা ও রাসুল মুহাম্মদের উপর, এবং সব মুমিন নর-নারী ও মুসলমান নর-নারীর উপর।
প্রশ্ন ৩: নিচের সংক্ষিপ্ত দুরুদ কি সহীহ হাদিস দিয়ে প্রমাণিত?
اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد
উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।’
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।’
প্রশ্ন ৪: বসুন্ধরা থেকে দাওরায়ে হাদিস পাশ করা আলেম জেনারেল শিক্ষায় শিক্ষিতদের আলেমদের পায়খানা থেকে নগণ্য বলেছেন। এই ধরনের বক্তব্য কি সঠিক? কারো সম্মান বুঝানোর জন্য কি অপরকে তুচ্ছ করা জায়েজ?