বিসমিল্লাহির রাহমানির রাহিম
জবাব,
https://ifatwa.info/34452/ নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি এখন নিয়ত পরিবর্তন করতে পারবেন। ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু এখন নিয়ত পরিবর্তনের কারণে কোন গুনাহ হবে না।
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি এখন নিয়ত পরিবর্তন করতে পারবেন। ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু এখন নিয়ত পরিবর্তনের কারণে কোন গুনাহ হবে না। তবে হ্যাঁ এখন আপনি আর মানুষকে একথা বলতে পারবেন না যে আপনি ডাক্তার হবেন। কারণ, আপনার নিয়ত পরিবর্তন হয়েছে। সুতরাং একথা পরিষ্কার যে, পূর্বের নিয়তের কারণে মানুষের মাঝে ততকালীন স্বীয় ব্যক্ত করার কারণে গুনাহ হবে না।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ «إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوٰى فَمَنْ كَانَتْ هِجْرَتُهٗ إِلَى اللهِ وَرَسُوْلِه فَهِجْرَتُهٗ إِلَى اللهِ وَرَسُولِه وَمَنْ كَانَتْ هِجْرَتُهٗ اِلٰى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا فَهِجْرَتُهٗ إِلٰى مَا هَاجَرَ إِلَيْهِ». مُتَّفَقٌ عَلَيْهِ
‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিয়্যাতের উপরই কাজের ফলাফল নির্ভরশীল। মানুষ তার নিয়্যাত অনুযায়ী ফল পাবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও তাঁর রসূলের সন্তুষ্টির জন্যই গণ্য হবে। আর যে ব্যক্তি দুনিয়ার স্বার্থপ্রাপ্তির জন্য অথবা কোন মহিলাকে বিবাহের জন্য হিজরত করবে সে হিজরত তার নিয়্যাত অনুসারেই হবে যে নিয়্যাতে সে হিজরত করেছে।
বুখারী ১, মুসলিম ১৯০৭, তিরমিযী ১৬৩৭, নাসায়ী ৭৫, আবূ দাঊদ ২২০১, ইবনু মাজাহ্ ৪২২৭, আহমাদ ১৬৯, ৩০২।
আরো জানুনঃ
https://ifatwa.info/12314/