আসসালামুআলাইকুম,
আমি একজন জিমেইল সেলার, জিমেইল বানিয়ে বিক্রি করে থাকি... দৈনিক ৫০/১০০ জিমেইল বানাতে গেলে ভেরিফাইয়ের জন্য অনেক নাম্বারের দরকার হয়, যা ম্যানেজ করা সম্ভব হয় না বলে ২/৩ টার বেশি মেইল বানানো যায় না, আর এত নাম্বারের জন্য এত সিম ও থাকা সম্ভব না...
আমার একটা ফেক আইডি (মেয়ের নামে) আছে যেটায় প্রচুর ফ্রেন্ড আছে এবং প্রতিদিন অনেকে এড হয় ৷ এখন আমি যদি এই ফেসবুক ফ্রেন্ডদের নাম্বার ব্যবহার করে ভেরিফাই করে জিমেইল বানাই, তাহলে এভাবে কি বানানো জায়েজ আছে, যদি আমি তাদেরকে বলি, "আমার একটা জিমেইল বানাতে হবে, তোর নাম্বারটা দে, ভেরিফিকেশন কোড গেলে ওটা আমাকে দিস"..... এভাবে নাম্বার ব্যবহার করে কাজ করলে সেটা ধোঁকা বা হারাম এরকম কিছু হবে ? উল্লেখ্য, জিমেইল বানানো হয়ে গেলে ঐ নাম্বারগুলো পরবর্তীতে আবার রিমুভ করে দিবো ৷
যেহেতু আমি কারণ ব্যাখ্যা করতে মিথ্যার আশ্রয় নিচ্ছি না এবং ওরা নাম্বার ব্যবহার করতে দিতে যদি রাজি হয়, তাহলে কি এভাবে জিমেইল বানাতে পারবো ?
আরেকটা জিনিস হচ্ছে ফেক আইডিটা যেহেতু মেয়ের নামে খোলা, অর্থাৎ আমার পরিচয় গোপন রাখা হয়েছে, ঐ গোপন পরিচয়েই যদি সত্য কারণটা বলে নাম্বার নিয়ে কাজ করি সেটা হারাম হবে কিনা, যদিও আমি কি কারণে নাম্বার নিচ্ছি সেটা বলেই নিচ্ছি ৷
এককথায় বলতে গেলে, আসল পরিচয় গোপন রেখেই সঠিক কারণ উল্লেখ করে কারো নাম্বার নিয়ে সেটা ব্যবহার করতে পারবো কিনা
আশা করি জানাবেন ...