بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ
আসসালামুয়ালিকুম মুহতারাম,
আজ আমি এমন একটা সমস্যার কথা জানাবো ওস্তাদ, যা আমি কোনদিন আশা করিনি। হয়তো আল্লাহ তায়ালার পরীক্ষা। গত ১ বছর যাবত আমার পরিবারের সদস্য/ মুরুব্বী , উনারা আমার জন্য পাত্রী খুঁজছেন। এর মধ্যে কয়েকজন প্রত্যাখ্যান করেছেন দাড়ি আছে শুনে।
CASE:01
আর দাড়িওয়ালা জেনেও পাত্রিপক্ষ পাত্রিকে দেখার জন্য আমাদের জানান। কিন্তু, পাত্রী দেখার পর তারাও প্রত্যাখ্যান করেছেন দাড়ি আছে তাই। মেয়ের মা অন্যদের কাছে আমার দাড়ি নিয়ে সমালোচনা করেছেন।
CASE:02
আর দাড়িওয়ালা জেনেও আরেক পাত্রিপক্ষ পাত্রিকে দেখার জন্য আমাদের জানান। কিন্তু, পাত্রী দেখার পর তারাও প্রত্যাখ্যান করেছেন, নানান ওজুহাত দেখিয়ে। আমি ও বুঝলাম, দাড়িতে সমস্যা।
(উল্লেখ্য, ওই পরিবারগুলোর বাবারা রাজি ছিল, কিন্তু মেয়েদের মা, এবং মেয়েদের অমত ছিল, যা আমি পরে জানতে পারি)
ওস্তাদ, কোরআন হাদিসের কথা এখন শুধু মুখে মুখে। কিন্তু বাস্তবায়নের কথা বলে দেখেন অধিকাংশ মুসল্লি খুঁজে পাবেন না। ধার্মিক ছেলে খুঁজে, অথচ মুখে দাড়ি মেনে নিতে পারে না। মেয়ের বাবা মাশাআল্লাহ মসজিদে ৫ ওয়াক্ত, মেয়ের মা তালিম করেন, তারপরও কেন জানি ছেলের মুখে দাড়ি দেখে আমতা আমতা করে। আবার মেয়ের নানীজান যার কিনা বেলা ডুবে গেছে সেই নানী বলেন, সবই ঠিক আছে দাড়ি না থাকলে ভাল হত। আবার অনেকে বলেন, দাড়ি ছোট করতে। মেয়েরা দাড়ি পছন্দ করেনা। অথচ দেখেন, বিয়ে নিয়ে রাসূল (স:) কত হাদিস আছে, দাড়ি রাখার কত ফজিলত বর্ণিত হয়েছে। সব কিছুতেই পাশ করি কিন্তু দাড়ির কারণে ফেল ওস্তাদ, হতাশা নিয়ে বলছি, আগে ভাবতাম বিয়ে অনেক সহজ, কিন্তু না। বড়ই কঠিন। কঠিন বাস্তবতা হল, কোরআন হাদিসের কথা অধিকাংশ মানুষ মেনে চলে না। তাহলে বিয়ে সহজ হবে কিভাবে?
আমার কিছু প্রশ্নঃ
১. আমার পরিবারের মুরুব্বিরা বলছেন, দাড়ি কিছুটা ছোট করতে, বিয়ের পর আবার বড় করতে। কিন্তু আমি বলে দিয়েছি, "আমার যদি দাড়ির কারণে বিয়ে নাও হয়, তবুও আমি দাড়িতে হাত দিব না। তারপর জানতে চাই, আমি যদি দাড়ি ছোট করি আমার কি গুনাহ হবে?
২. বিয়ের ব্যাপারে আমার আগ্রহ হারিয়ে যাচ্ছে। আল্লাহ যদি আমার ভাগ্যে বিয়ে না রাখেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার পুরো যৌবনকাল নফল রোজা রাখবো। এতে আমার কোন শারীরিক ক্ষতি হবে কিনা।
৩. রোজা রাখা আর না রাখার সময় / দিন গুলো কোনগুলো?
৪. বিয়ে বহির্ভূত জেনা ব্যাভিচার থেকে বাচার দুয়া বা উপায় কি (বিয়ে ব্যতিত)?
আমি আল্লাহর এক নগণ্য বান্দা ও IOM এর ছাত্র। দোয়া করবেন আমার জন্য।
জাজাকুমুল্লাহ