আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
১. আমার বাচ্চার বয়স ১৪ মাস চলছে। ও অনেক বেশি চঞ্চল এবং দুষ্টু। প্রায় সময়ই আমি বাসায় একা থাকি। যার জন্য সালাত আদায়ের সময় ওকে আমার সাথেই রাখতে হয় (ফজর এবং যোহরের ওয়াক্তে ঘুমিয়ে থাকে)। যখন ঘুমিয়ে থাকে তখন আমি বিছানার পাশে সালাত আদায় করি।মাঝে মাঝে আমার সালাত আদায়ের মধ্যেই ওর ঘুম ভেঙে যায় এবং বিছানা থেকে নামার জন্য হাত পা বারিয়ে দেয়। ও যাতে পড়ে না যায় তার জন্য আমি মাঝে মাঝে হাত দিয়ে ওকে সরিয়ে দেই। আবার যখন জেগে থাকে তখন ওকে খেলনা দিয়ে আমার পাশে বসিয়ে সালাত আদায় করি।কিন্তু দেখা যায় ও খেলনা বাদ দিয়ে জায়নামাযে এসে বসে বা শুয়ে থাকে।তখন ওকে হাত দিয়ে সরিয়ে সিজদা দিতে হয়। কখনো আমার পা ধরে দাঁড়িয়ে থাকে,খাটের নিচে ঢুকতে যায় তখন হাত দিয়ে বাধা দিতে হয়। এতে কি সালাত ভঙ্গ হয়ে যাবে?
২.আবার দেখা যায় বৈঠকে বসলে আমার কোলে বসে থাকে এবং সরাতে গেলে কান্না করে যার জন্য ইশারায় যতটুকু পারি ঝুকে সিজদা দেই।
৩.আমি সালাতে বসলে ও আমার সাথে কথা বলে, আমাকে ডাকে, খেলনা দেখায়। তখন যদি আমি ওর দিকে না তাকাই ও কান্না করে দেয়। দেখা যায় যে তখন আমার ওর দিকে তাকাতে হয় চোখ দিয়ে ইশারা করতে হয় কান্না না করার জন্য। এসব কারনে কি আমার সালাত ভঙ্গ হবে? এখন আমার করনীয় কি?
আর হ্যাঁ ও ঘুমায় খুব কম সময়। দিনে একবার। আর যতক্ষন জেগে থাকে ততক্ষন শুধু দুষ্টুমিই করতে থাকে। বসিয়ে দিলে ২ মিনিটের জন্যও স্থির হয়ে বসে থাকে না।