আসসালামু আলাইকুম হুজুর ছোট কিছু জিজ্ঞাসা,
//হুজুর কুরান শরীফ আমি আগে দরতাম অযু না করে মানে কুরান শরীফ পড়া (অযু করেই পড়তাম অবশ্যই) শেষ এ যেইখানে রাখতাম অইখানে যদি পড়া শেষ এ না রাখি পরে যখন রাখি তখন অযু থাকে না তো আগে মাঝে মধ্যে বিসমিল্লাহ বলে বা এমনেই পবিত্র থাকলে বা যদি শরিরে যদি নাপাক না থাকে বা যদি ফরজ গোসল না হয় এমন পবিএ অবস্থায় থাকি এবং হয়ত নাপাক বা শরীর অপবিএ ও ছিলো কখনো হয়ত তা ঠিক মনে নেই তো আগে তখন কি করতাম কুরান শরীফ টা ধরে যেইখানে রাখার জায়গা ওইখানে রেখে দিতাম কিন্ত আবার এমন না যে আমি আরবি হরফ বা আরবি বাক্য গুলা কুরান এর touch করতাম বা স্পর্শ করতাম যেমন আমরা ধরে পড়া বুজায় আশা করি বুজছেন তো এতে কি আমার ইমানে কোন সমস্যা হয়েছে নাকি শুধু গুনাহ হয়েছে তাই তওবা করলেই হবে প্লিস জবাব টা যদি দিতেন
#হুজুর মনে মনে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে যদি মুখ দিয়ে বা লেখে কোন মিথ্যা কথা বলে এতে তো তার শুধু গুনাহ হবে ইমানে কোন সমস্যা হবে না তাই তওবা করলেই হবে আল্লাহর কাছে??
কিছু দিন আগে কিছু প্রশ্ন এর সাথে নিচের প্রশ্নটা জিজ্ঞাসা করি কিন্ত জবাব না পাওয়ায় আবারও করলাম প্রশ্ন হুবহু আগের যেই প্রশ্ন করসি অইখান থেকে কপি করে এনে পেস্ট করে দিলাম আর কিছু কথা বা বাক্যের এডিট ও করি বুজার সুবিধায় তো উত্তর দিবেন মনে করি :
//আমি আমার এক বন্দুর সাথে কথা বলতাসিলাম মেসেজ এ অনলাইনে (এখন তা যেই সামাজিক মাধ্যমি হোক না কেন মেসেজ এই তো) তো আমি Taka লেখতে গিয়ে Tala লেখে ফেলি এর পরে আমি এইটা কেটে Taka এইভাবে লেখি এতে কোন সমস্যা নাই তো❓ আর আমি জানি যদি তালা''' এর নিয়তে কেউ তালা /tala ও লেখে তালা'''' হবে না তাও আমার চিন্তা হচ্ছে বিধায় এই প্রশ্ন টা করলাম। আর আমি যদি তালা''' এর নিয়ত করি তাহলে আমি আমার বউ কে বা তার ইনবক্সে বলবো বন্দু কে উদ্দেশ্য করে মেসেজ লেখতাসি ওইখানে কেনো বলবো। এবং আমি আপনাদের এইখানে ফাতয়া search করে যেই জায়গায় ওইখানে ১/২ বার Tala লেখে বুজার চেষ্টা করি আরও যে আমি তালা'''' আবার কথা টা পুরাটা তো লেখি নাই এই সন্দেহ টা ও হচ্ছে বা হওয়া শুরু হয়েছে, আল্লাহ মাফ করুক সহায়ক হোক আমার জন্য।
বি.দ্র: k এর পাশেই l শব্দ বা বাক্য টা কীবোর্ড এ তা দেখলেই বুজবেন।
// আমি প্রশ্ন টা আগে প্রথমে যখন করতে নিসি সাবমিট করার পরে প্রশ্ন সাবমিট হয় নাই কিছু লেখা উঠছে english এ যেইটার বাংলা মানে অর্থ ব হচ্চে অনেক প্রশ্ন করেছি ঘন্টা খানেক পরে প্রশ্ন করতে বা আবারও চেষ্টা করতে বলসে এমনি কথা তো এতে আমার কোন সমস্যা তো নেই যেহেতু তালা'''' নিয়ে ও প্রশ্ন লেখসিলাম বা প্রশ্ন আছে এইখানে ??