আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
41 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
edited by
আসসালামু আলাইকুম হুজুর।

১.কেউ যদি তার খালাত ভাইকে ফাজলামি করে নিজেকে খালাত ভাইয়ের বাবা বলে তাহলে কি হুরমতে মুসাহারাত হবে?

২. কেউ যদি নিজের ভাইকে ফাজলামি করে বেটা বলে তাহলে কি হুরমতে মুসাহারাত হবে?

3. কথার দ্বারা কি হুরমতে মুসাহারাত হয়?

4. মুখ নাড়িয়ে তালাক বলা হলে যদি আওয়াজ না হয় আর যদি কেউ না শুনে তাহলে কি তালাক হবে?

5. যদি অবচেতন মনে বা ভুলে কেউ তালাক বলে ফেলে কিন্তু তালাকে নিয়ত ছিল না তাহলে কি তালাক হবে?

6. কেউ রেগে মনে মনে তালাক দিলে কি তালাক হবে?

7. কেউ রেগে মুখ নাড়িয়ে আওয়াজ না করে তালাক দিলে কি তালাক হবে? যদি স্ত্রী শুনে।

8. কেউ রেগে মুখ নাড়িয়ে আওয়াজ না করে তালাক দিলে কি তালাক হবে? যদি স্ত্রী না শুনে।

9. যদি রুমে বসে কেউ কেউ একা একা তালাক দেয় স্ত্রী না শুনে তাহলে কি তালাক হবে?

10. যদি স্ত্রী বাদে অন্য কেউ তালাক শুনে তাহলে কি তালাক হবে?

11. কেউ যদি স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো তাহলে কি জিহার হবে? জিহার হওয়ার শর্ত কি? শুধু কি যেসব অঙ্গ মাহরামের পর্দা করতে হয় সেসব অঙ্গের সাথে তুলনা করলেই জিহার হয়?

12. ইউরোপীয়রা তো অশ্লীল চিত্র তৈরি করে।  এরকম একটা নারীচিত্র দেখে আমার মনে খারাপ চিন্তা এসেছিল। পরে মনে হল এটা মেরি (মরিয়ম (আ))এর ছবি কিনা! ওটা যদি মরিয়ম (আ) এর ছবি হয়ে থাকে, তাহলে কি আমার মরিয়ম (আ) কে অসম্মান করার মতো পাপ হবে?

13. মেরি এর মূর্তি দেখে যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে মনে খারাপ চিন্তা আসে, তাহলে কি মরিয়ম (আ) কে অসম্মান করার মতো পাপ হবে?

1 Answer

0 votes
by (599,280 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ যদি তার খালাত ভাইকে ফাজলামি করে নিজেকে খালাত ভাইয়ের বাবা বলে, তাহলে হুরমতে মুসাহারাহ হবে না। তবে এভাবে ফাইজলামি করা সম্পূর্ণ  অনুচিত। 

(২) কেউ যদি নিজের ভাইকে ফাজলামি করে বেটা বলে, তাহলেও হুরমতে মুসাহারাত হবে না।

(৪) কথার দ্বারা হুরমতে মুসাহারাত হয় না।হুরমতে মুসাহারাতের জন্য কামভাব সহকারে স্পর্শ করা বা লজ্জস্থানের ভিতরের অংশ দেখা শর্ত।

(৫) মুখ নাড়িয়ে তালাক বলা হলে যদি আওয়াজ না হয়, যদি নিজ কান দ্বারা শ্রবণ করা না যায়, এবং কেউ না শুনে, তাহলে তালাক পতিত হবে না। তবে নিজ কান দ্বারা শ্রবণ করা গেলে তালাক পতিত হবে।

(৬) যদি অবচেতন মনে বা ভুলে কেউ তালাক বলে ফেলে কিন্তু তালাকে নিয়ত না থাকে, তাহলে তালাক হবে না।

(৭) কেউ রেগে মনে মনে তালাক দিলে তালাক হবে না।

(৮) কেউ রেগে মুখ নাড়িয়ে আওয়াজ না করে তালাক দিলে তালাক হবে না। যদি স্ত্রী শুনতে পারে, তাহলে তো আওয়াজ হয়েছে, তাই তালাক হবে।

(৯)কেউ রেগে মুখ নাড়িয়ে আওয়াজ না করে তালাক দিলে কি তালাক হবে? যদি স্ত্রী না শুনে।

(১০) যদি রুমে বসে কেউ কেউ একা একা তালাক দেয়! স্ত্রী না শুনে তাহলে তালাক হবে না।

(১১) যদি স্ত্রী বাদে অন্য কেউ তালাক শুনে, তাহলেও তালাক পতিত হবে।

(১২) কেউ যদি স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো তাহলে জিহার হবে না  জিহার হওয়ার শর্ত হল, মুহাররামাতে আবদী কোনো মহিলার অঙ্গের সাথে স্ত্রীর অঙ্গের তুলনা করা।

(১৩) যেহেতু কার ছবি সেটা সম্পর্কে প্রথমে আপনি নিশ্চিত ছিলেন না, তাই কোনো সমস্যা হবে না।

(১৪) মেরি এর মূর্তি দেখে যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে মনে খারাপ চিন্তা আসে, তাহলে মরিয়ম (আ) কে অসম্মান করার মতো পাপ হবে না। তবে স্বেচ্ছায় খারাপ চিন্তাভাবনা করলে অবশ্যই গোনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...