ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ যদি তার খালাত ভাইকে ফাজলামি করে নিজেকে খালাত ভাইয়ের বাবা বলে, তাহলে হুরমতে মুসাহারাহ হবে না। তবে এভাবে ফাইজলামি করা সম্পূর্ণ অনুচিত।
(২) কেউ যদি নিজের ভাইকে ফাজলামি করে বেটা বলে, তাহলেও হুরমতে মুসাহারাত হবে না।
(৪) কথার দ্বারা হুরমতে মুসাহারাত হয় না।হুরমতে মুসাহারাতের জন্য কামভাব সহকারে স্পর্শ করা বা লজ্জস্থানের ভিতরের অংশ দেখা শর্ত।
(৫) মুখ নাড়িয়ে তালাক বলা হলে যদি আওয়াজ না হয়, যদি নিজ কান দ্বারা শ্রবণ করা না যায়, এবং কেউ না শুনে, তাহলে তালাক পতিত হবে না। তবে নিজ কান দ্বারা শ্রবণ করা গেলে তালাক পতিত হবে।
(৬) যদি অবচেতন মনে বা ভুলে কেউ তালাক বলে ফেলে কিন্তু তালাকে নিয়ত না থাকে, তাহলে তালাক হবে না।
(৭) কেউ রেগে মনে মনে তালাক দিলে তালাক হবে না।
(৮) কেউ রেগে মুখ নাড়িয়ে আওয়াজ না করে তালাক দিলে তালাক হবে না। যদি স্ত্রী শুনতে পারে, তাহলে তো আওয়াজ হয়েছে, তাই তালাক হবে।
(৯)কেউ রেগে মুখ নাড়িয়ে আওয়াজ না করে তালাক দিলে কি তালাক হবে? যদি স্ত্রী না শুনে।
(১০) যদি রুমে বসে কেউ কেউ একা একা তালাক দেয়! স্ত্রী না শুনে তাহলে তালাক হবে না।
(১১) যদি স্ত্রী বাদে অন্য কেউ তালাক শুনে, তাহলেও তালাক পতিত হবে।
(১২) কেউ যদি স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো তাহলে জিহার হবে না জিহার হওয়ার শর্ত হল, মুহাররামাতে আবদী কোনো মহিলার অঙ্গের সাথে স্ত্রীর অঙ্গের তুলনা করা।
(১৩) যেহেতু কার ছবি সেটা সম্পর্কে প্রথমে আপনি নিশ্চিত ছিলেন না, তাই কোনো সমস্যা হবে না।
(১৪) মেরি এর মূর্তি দেখে যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে মনে খারাপ চিন্তা আসে, তাহলে মরিয়ম (আ) কে অসম্মান করার মতো পাপ হবে না। তবে স্বেচ্ছায় খারাপ চিন্তাভাবনা করলে অবশ্যই গোনাহ হবে।