১)আমার বাসায় ছোট একটা জার এ কিছু ছোটো ছোটো মাছ পালি। সেখানে মাছ মল ত্যাগ করে অবশ্যই.. সেই মলমিশ্রিত পানি কি নাপাক?
২)মাছের মল কি নাপাক?
৩)
https://ifatwa.info/99457/
দু:খিত শায়েখ অনেক দিন বাদে প্রশ্নটির উত্তর নিয়ে ্ পেরেশান করার জন্য। তখন খেয়াল করিনি। শায়েখ আমি উক্ত লিিংকের ১ নম্বর প্রশ্নে নাকের চামড়ার ভিতরের সাদা ময়লা বলতে চামড়ার নিচ হতে আসা ময়লা কে বুুুুুঝিয়েছি, নাকের ছিদ্রের ভিতরের ময়লা নাহ
,৷ এখন নাকের চামড়া অভ্যন্তর হতে বের হয়া সাদা সাদা ময়লা কি নাপাক?