আসসালামুআলাইকুম,
আমি আজ সকালে ফজরের সালাত আদায়ের পর কিছু সময় ঘুমাই এবং ঘুমের মাঝে স্বপ্ন দেখি আমি আমার বাবার সাথে পোশাক কিনতে মার্কেটে যাই। মার্কেটে যাওয়ার পর আমার বাবা আমার জন্য একটি কালো রংয়ের পোশাক পছন্দ করে ।পরে আমরা লক্ষ করি পোশাকের পিছনে কতটুকু জায়গা ছেড়া এবং আমরা সেটি না কিনেই চলে আসি। পরবর্তীতে আমার মা আর মামাতো বোন আমাক নিয়ে আবার মার্কেটে যায় এবং সেই কালো জামাটি আমার মা আমাকে জিজ্ঞাসা না করেই কিনে ফেলে কারণ সেটি সাধারণের চেয়ে কম মূল্যে বিক্রি হচ্ছিল।এতে আমি রাগ হই আমার মায়ের সাথে, কারণ টাকা দিয়ে ছেড়া জামা কেনার কোনো মানে নেই। এরপর মায়ের সাথে রাগ হয় আমি মার্কেট ছেড়ে অনেক দূর চলে আসি। কিছুদূর যাওয়ার পর আমার মনে হয় আমার মা হয়তো ঠিকই করেছে এবং আমার মায়ের সাথে দুর্ব্যবহার করা ঠিক হয়নি । এরপর আমি আবার মায়ের কাছে ফিরে যাই। এই স্বপ্ন দেখে ঘুম থেকে উঠার পর আমার তেমন খারাপ কিছু মনে হয়নি। কিন্তু পরে মনে হলো এতো স্পষ্ট স্বপ্ন আমি খুব কম দেখেছি আর স্বপ্নের সেই কালো জামার রঙটা খুবই সুন্দর ও গাঢ় ছিলো। এখন আমার প্রশ্ন হলো আমার এই স্বপ্নের কি কোনো মানে আছে?? আল্লাহ তায়ালা কি আমাকে কোনো দিক নির্দেশনা দিতে চাচ্ছেন?
বি দ্র: গত চার পাচ মাস যাবত আমার বাসায় একটি বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। আমি নিজেও এখন বিয়ে করতে চাইছি। ছেলেপক্ষ আমাকে দেখে যাওয়ার পর জানিয়েছিলো তাদের আমাকে পছন্দ এবং আমার ব্যাপারে আগ্রহী এবং পরবর্তীতে বিয়ের কথা আগাবে যেহেতু পাত্র দেশের বাহিরে থাকে। এরপর আমি একদিন আমার বিয়ের স্বপ্নও দেখি এবং মাঝে মাঝে ইস্তিখারাও করি এই প্রস্তাবে সায় দেওয়া উচিত কিনা সেটা বোঝার জন্য । তবে ইস্তিখারা করার পর আমি তেমন কিছু বুঝতে পারি নি আমার কি করা উচিত। গত পরশু রাতেও আমি ইস্তিখারা করি। এখন কোনোভাবে কি এই স্বপ্নটি ইস্তিখারার সাথে সম্পর্কিত?