আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
closed ago by
আসসালামু আলাইকুম।
উস্তাদ আমার বয়স ২৬ বছর৷ বিয়ে অনেক আগেই ফরজ হয়ে গিয়েছে কিন্তু কয়েকটি কারণে বিয়ে করা হয়নি।
১) পরিবারের দ্বায়িত্ব আমার উপরে এবং বাবা বেশ বড় একটা অংকের ঋণগ্রস্ত ছিলেন৷ এটা পরিশোধ করার চাপ ছিল।
২) আমার ছোট বোন ছিল যার বিয়ে দেওয়ার দ্বায়িত্ব ছিল।
৩) আমার নিয়ত ছিল বিয়ের আগে উমরাহ করবো। এর আগে বাড়ি থেকে বিয়ের কথা বললে উত্তরে বলতাম যে আগে উমরাহ করবো, তারপর বিয়ে করবো।
আলহামদুলিল্লাহ ঋণ টা পরিশোধ করা সম্ভব হয়েছে এবং কিছুদিন আগে আমার বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। বর্তমানে ব্যাবসায়িক লসের কারণে নতুন করে কিছুটা ঋণগ্রস্ত হয়েছি এবং মাসিক আয় আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে।
আমার নিয়ত ছিল ২০২৫ এর রমজানে উমরাহ করার কিন্তু বর্তমান পরিস্থিতিতে দ্বিধায় আছি যে সম্ভবত রমজানের পরিবর্তে ২৫ এর শেষে অথবা ২৬ হতো পারে। আল্লাহ কবুল করলে তো অবশ্যই আগেই অথবা এর থেকেও বেশি দেরি হতে পারে।
এখন বাসায় থেকেও বারবার বিয়ের কথা বলছে আর যেমনটা শুরুতে উল্লেখ করলাম বিয়ে করা ফরজের পর্যায়ে চলে গিয়েছে।
আমার প্রশ্নঃ
১) যেহেতু নিয়ত ছিল উমরাহ করার পর বিয়ে করবো সেক্ষেত্রে কি নিয়তের কারণে উমরাহ করা ওয়াজিব হয়ে যাবে নাকি নফলই থাকবে?
২) উমরাহ করার আগেই বিয়ের জন্য পাত্রী খোঁজা যাবে কিনা বা কুফু মিলে গেলে বিয়ে করে নেওয়া যাবে কিনা?

যদি উমরাহর আগে বিয়ে করা যায় সেক্ষেত্রে হয়ত কিছুদিন সময় বেশি নিয়ে আহলিয়াকে সাথে নিয়েই উমরাহ করার নিয়ত করতে পারি।
closed

1 Answer

0 votes
ago by (592,170 points)
selected ago by
 
Best answer

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াদাকে পূর্ণ করা ওয়াজিব না মুস্তাহাব? এ সম্পর্কে অবশ্যই মতপার্থক্য রয়েছে।ইমাম শা'ফেয়ী ও ইমাম আবু হানিফা এবং জুমহুর উলামায়ে কেরামের মতে ওয়াদাকে পূর্ণ করা মুস্তাহাব।যদি সে ওয়াদাকে ভঙ্গ করে ফেলে তাহলে যেন সে উত্তমতাকে পরিত্যাগ করল,এবং শক্ত মাকরুহে তানযিহি সম্ভলিত কাজে লিপ্ত হল।কিন্তু সে আবার গোনাহগার হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/663

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
'বিয়ের পূর্বে উমরা করবো' এমন নিয়ত দ্বারা বিয়ের পূর্বে বা পরে উমরা করা ওয়াজিব হবে না। হ্যা, কেউ আল্লাহর নামে শপথ করে বললে, অথবা নযর (তথা আমার এই কাজটা হয়ে গেলে, আমি এমনটা করবো) করলে তখন উমরা করা ওয়াজিব হবে।

প্রশ্নের বিবরণমতে আপনি উমরাহর পূর্বে অবশ্যই বিয়ে করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/84845


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...