ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াদাকে পূর্ণ করা ওয়াজিব না মুস্তাহাব? এ সম্পর্কে অবশ্যই মতপার্থক্য রয়েছে।ইমাম শা'ফেয়ী ও ইমাম আবু হানিফা এবং জুমহুর উলামায়ে কেরামের মতে ওয়াদাকে পূর্ণ করা মুস্তাহাব।যদি সে ওয়াদাকে ভঙ্গ করে ফেলে তাহলে যেন সে উত্তমতাকে পরিত্যাগ করল,এবং শক্ত মাকরুহে তানযিহি সম্ভলিত কাজে লিপ্ত হল।কিন্তু সে আবার গোনাহগার হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/663
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
'বিয়ের পূর্বে উমরা করবো' এমন নিয়ত দ্বারা বিয়ের পূর্বে বা পরে উমরা করা ওয়াজিব হবে না। হ্যা, কেউ আল্লাহর নামে শপথ করে বললে, অথবা নযর (তথা আমার এই কাজটা হয়ে গেলে, আমি এমনটা করবো) করলে তখন উমরা করা ওয়াজিব হবে।
প্রশ্নের বিবরণমতে আপনি উমরাহর পূর্বে অবশ্যই বিয়ে করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/84845