আসসালামু আলাইকুম
সব কিছু একটু বিস্তারিত বলছি।সব গুলো প্রশ্নের উত্তর বুঝিয়ে বলার অনুরোধ রইলো।নয়তো আমার মনে সংকোচ, ভয় সন্দেহ থেকেই যাবে।
আমি শুনেছি ব্যবসা করার সময় মিথ্যা কথা বললে ওই ব্যবসা হারাম, ইনকাম ও হারাম।
আমার আব্বু ফ্রিজ,কাঠের ফার্নিচার, রড এসবের ব্যবসা করে। আমার ধারণা আব্বুও হয়তো কম বেশ মিথ্যা কথা বলে। মাল বিক্রির জন্য বা কিছু লাভের জন্য আমার মনে হয় সব ব্যবসায়ীরাই কিছু না কিছু মিথ্যা কথা বলে।
তো এক্ষেত্রে আমার আব্বুর ব্যবসা তো হারাম।
আমার আব্বুর আরেকটা ইনকাম সোর্স হচ্ছে দোকান ভাড়া।বছর শেষে কয়েক লক্ষ টাকা দোকান ভাড়া হিসেবে পায়।যেটা হালাল আলহামদুলিল্লাহ।
১।এখন আমার প্রশ্ন আমি প্রাপ্ত বয়স্ক মেয়ে।অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি।নিজের কোন ইনকাম সোর্স নেই।সম্পূর্ণ আব্বুর উপর নির্ভরশীল।
আমি যদি মনে মনে নিয়্যাত করি আব্বুর হালাল টাকা থেকে আমার সব প্রয়োজন মেটাচ্ছি তাহলেও কি আমার হারাম খাওয়া হবে?
২।আমি জানি না আব্বু দোকান ভাড়া কোন কাজে ব্যবহার করে, তবুও যদি এই নিয়্যাত করি তাহলে হবে?
৩।প্রাপ্ত বয়স্কদের নাকি মাহরামের ইনকাম হারাম হলে নিজে ইনকাম করতে হয়।কিন্তু আমি যেহেতু মেয়ে বাহিরে বের হয়ে ইনকাম করতে গেলে পর্দার সমস্যা হবে প্লাস অনেক ইন্ট্রোভার্ট হওয়ায় ঘরে বসে কিছু করবো যে তাও সুযোগ নাই।আমি কোন ইনকামের পথ ও খুজে পাচ্ছি না, এখন আমার জন্য হুকুম কি? আমাকে ইনকাম করার চেষ্টা করতে হবে?
৪।আব্বু অনেক বছর ধরে ব্যবসা করে। প্রায় ১৭/১৮ বছর হবে এমন। এত বছর হারাম খেয়ে আসছি যেহুতু কখনো যদি আমার সামর্থ্য হয় তাহলে কি সব টাকা দান করে দিতে হবে?
৫।আমি তো হিসাব জানি না সেক্ষেত্রে কিভাবে হিসেব করবো?
৬।আর যদি কখনো সামর্থ্য না হয় সেক্ষেত্রে কি করা উচিত?
দয়া করে ৬ টা প্রশ্নেররই উত্তর দিবেন, প্লিজ।
জাযাকাল্লাহ খইরান