আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
১. আজকে ইস্তিখারা করেই ঘুমিয়ে পরি এবং আমি একটি স্বপ্ন দেখি -
আমরা পরিবারের সবাই মিলে দূরে কোথাও সম্ভবত নানু বাড়ি যাচ্ছি বেরাতে।অনেক বড়ো একটা গাড়ি রিজার্ভ করি।কিন্তু গাড়িটা নতুন সিস্টেমে তৈরি পানির উপর দিয়েও চলে এবং অনেক দ্রুত স্পিডে।আমরা রওয়ানা দেই। গাড়ি খুব অল্প সময়ে পানিতে ডুবে যাওয়া ভাঙা রাস্তা দিয়ে পার হয়।পথিমধ্যে আমার নয়ত বাসার পিচ্চির জুতা পরে যায়।সেটা আমি আর মা তুলে নিয়ে আসি।কিন্তু গাড়ি থেকে জুতা পড়ার কোনো কথাই না।আবার গাড়ি চলে কিছু দূর যাওয়ার পরে আবার জুতা পরে যায়,সম্ভবত আমার বা অন্যকারও।তারপর গাড়ি থামানো হয়।সামনে যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে না,তবে নিশ্চিন্তিত ছিল সবাই যে যাওয়া যাবে রুট চিনা আছে।
আমি আর আমাদের বাসার দারোয়ান জুতাটা নিয়ে আসতে যাই।রাস্তা ভাঙা হালকা হালকা স্বচ্ছ পানি।তারমধ্যে আমি আকাশের দিয়ে তাকিয়ে দেখি চাঁদ এবং সূর্য পাশাপাশি দিনের আলোর মতো সব আলোকিত।তবে সূর্যের তাপ নেই সেটিও চাদের মতোই বা মেঘাচ্ছন্ন হলে যেরকম সূর্যের তাপ বা সূর্যকিরন দেখা যায় না সেরকম ছিল তবে আকাশ মেঘাচ্ছন্ন ছিল না।তার পাশ থেকে আরএকটা কী যেন সূর্যের মতো বা সূর্যের চেয়েও বেশি আলো দিচ্ছিল।চাদ এবং সূর্যকে আলোকিত করতেছে।আমি দেখে খুব অবাক হই এবং তখনই ঘুম ভেঙে যায় তখন রাত ১.৫০ বাজে।
এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে উস্তায? আমি একটা ক্বুরআন রিলেটেড কোর্স করব কী না এটার জন্য ইস্তিখারা করি।
২. ২ টার দিকে ঘুমিয়ে পরি তখন স্বপ্ন দেখি আমার বাসায় ২ জন্য মেয়ে আসছে পরিচিত।ওরা একটা স্কুলে ভর্তি হবে।তো সেখানে যাই স্কুলটা অনেক দূরে।যাওয়ার পথ কাটা যুক্ত সরু,একটা ডোবা এর পাড় দিয়ে যেতে হয়।আমরা তিনজন সে স্কুলে যাই,যেয়ে কথা বলে সেখানকার পরিবেশ ভালো লাগে নি।পরে আমি আরও ২ টা স্কুলের নাম বলি সেগুলোও অতোটা নিরাপদ মনে হয়নি কারো কাছে।পরে ওরা বলে আপু তোমার ভার্সিটিতে যাওয়ার পথ কোনটা।আমি বর্ননা দিচ্ছি তখন খুবই ভয়াবহ এবং নির্জন রাস্তা মনে হলো।(বাস্তবে অতো ভয়াবহ না) তারপর ঘুম ভেঙে যায় ৩.২০ এর দিকে।
৩. ৪ টার দিকে আবার ঘুমিয়ে পরি।তখন স্বপ্ন দেখি আমার আব্বা আমার খালাতো ভাইয়ের পাশের বাসায় ভাড়া থাকে আর আমরা একটু দূরে থাকি।আমি আব্বার কাছে যাই। যেয়ে দেখি সব এলোমলো দরজা ভালোভাবে আটকানো না।আমি বাসায় যেয়ে দেখি আব্বা কিছুটা অসুস্থ। আমি সব গুছানোর চেষ্টা করি।সেখানে তিনটা রুম এবং এক পাশ দিয়ে খোলা কোনো আটকানো সিস্টেম নেই যে কেও যখন তখন বাসায় ঢুকতে পারে।আমি ভাবছি এমন সিস্টেমে কেও বাড়ি করে?যেখানে নিরাপত্তার অভাব!
এরপর দেখি আমার খালাতো ভাইয়ের বাসায় মেহমান আসছে।আমাদেরকেও দাওয়াত দিছে।সেখানে যাই অনেক আইটেমের খাবার তৈরি করা।কিন্তু খাবার খেয়েছি কী না মনে নেই।
এরপর সে বাড়ির ফাকা জায়গাটা দিয়ে একজন মহিলা আসে।সে সাীা বাড়ি ঘুরে বেড়াচ্ছে অনুমতি ছাড়াই বিভিন্ন জিনিস ধরছে।আমাদের একটা পুকুরে মাছ ধরতে নেমেছে।অনিচ্ছা থাকা স্বত্বেও উনাকে মাছ ধরতে দিয়েছিলাম এবং সেখনে প্রচুর মাছ পাওয়া গিয়েছে।আমি পাড়ে বসে বসে মাছ ধরা দেখছিলাম এবং তাকে মাছ ধরতে হেল্প করছিলাম।তারপর ফজরের সময় ঘুম ভেঙে যায় সম্ভবত তখন ভোর ৫.৩০ বাজে
এ স্বপ্নগুলোর ব্যাখ্যা কী হবে উস্তায?