উক্ত লিংক থেকে আপনাদের পরামর্শ পেলাম। কিন্তু আমার আম্মা ওই মেয়েকে এমনভাবে পছন্দ করেছেন এখন আমি না করায় আমার উপরেই রাগ করতেছেন। কারন ওই মেয়েকে উনি বউ হিসেবেই আনতে চান।
আপনাদের পরামর্শ অনুযায়ী যদি আমি বিয়ের পর নাম চেইঞ্জ করি তাহলে এর আগে আমার কিছু সংশয় আছে। আশা করি এগুলির উত্তর দিবেন...
১। যদি 'সুমাইয়া রহমান' নামক মেয়েকে বিয়ে করি তাহলে আমার ইজাব কবুলের সময় যিনি ইজাব কবুল করাবেন তিনি বলবেন অমুকের মেয়ে 'সুমাইয়া রহমান' - কে বিয়ে করতে রাজি কিনা? মানে এভাবে দাড়ায় 'রাহমান সুউচ্চ' কে বিয়ে করোতে রাজি কিনা (না'উযুবিল্লাহ)। কিন্তু ওই মেয়ে তো রহমান নয়। তাহলে ঐখানে আমি জেনেশুনে কিভাবে 'সুমাইয়া রহমান মেয়েকে বিয়ে করোতে রাজি কিনা' এই কথার উপর ইজাব কবুল করতে পারি?
২। যেহেতু এরকম নাম রাখা জায়েজ নাই, তাহলে ওই মেয়ের জন্ম থেকে আজ অবদি ও নিজের নাম 'সুমাইয়া রহমান' বলে আসছে। অর্থাৎ নিজেকে রহমান হিসেবে নামের মাধ্যমে পরিচয় দিচ্ছে (যদিও বাহ্যিক দিক থেকে তা নয়)। তাহলে ওই মেয়ের ঈমানে কোনো সমস্যা হবে কিনা? কারন 'সুমাইয়া রহমান' এরকম নিজেকে পরিচয় দেয়া দিচ্ছে এতদিন থেকে।
৩। আর যদি ইমাম সাহেব বিয়ে পড়ানোর সময় 'সুমাইয়া রহমান মেয়েকে বিয়ে করোতে রাজি আছো কিনা' - এর উত্তরে আমি যদি কবুল করে নেই, তাহলে আমার তো শির্ক হবার সম্ভাবনা আছে।
আমি এগুলি জিজ্ঞেস করতাম না, কিন্তু আমার মা কোনোভাবেই ওই মেয়েকে ছাড়া ভাবতেই পারেন না, আপনাদের আবার পরামর্শ চাচ্ছি