আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
64 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
السلام عليكم و رحمة الله و بركاته

মেহেরবানী করে উত্তর করবেন শায়েখ।

১) প্রায় এক মাস যাবত তালাক সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে অনেক হুজুরের সাথে কথা বলতে হয়েছিলো। আমার হাসবেন্ড এতে রাগ করে আর বলে যে তুমি যদি আর একটা হুজুরের সাথে কথা বলো অথবা ফতোয়া নাও তাইলে আমি সত্যি সত্যি তিন তালাক দিয়ে দিবো। মোহোরানা দিয়ে দিবো। এখন আজকে মাদ্রাসার একজন হুজুর আমাকে কল দিয়েছেন উনাদের আমার টাকা দেয়ার কথা। সেই টাকা আমাকে আজকে দিতে হয়েছে। পেয়েছেন কিনা এটা জানার জন্য আমি কল দিলে উনি ধরেন নাই। পরে উনি কল ব্যাক করে জানান যে উনি টাকা পেয়েছেন। আর আমি ও না পারতে আমার কিছু ব্যাপারে কনফিউশান ছিলো সেগুলো উনাকে আস্ক করি। উনি জবাব দেন। পরে এটা তো হুজুরের সাথে কথা বলা হয়ে গেলো। আর ফতোয়া ও নেয়া হলো এক প্রকার। তো আমার হাসবেন্ড এটা শুনে বলেন যে উনি আমাকে কোনো প্রকার তালাক দেন নি। এবং উনার আমার কোনো তালাক হয় ও নি। উনি শর্ত উঠায় নিয়েছেন বলেছেন। আমার প্রশ্ন হল এভাবে কি শর্ত উঠায় নেয়া যাবে?

* এটা যে বান্দির প্রশ্ন আমি তাকে সরাসরি নিকটস্থ কোন মুফতি সাহেব থেকে জেনে নিতে বলেছিলাম। কিন্তু তিনি বললেন (মুফতি থেকে জানা নিষেধ আমার। ফতোয়া নিতে পারবো না। এটাই শর্ত।) এই ব্যাপারে একটু বলুন শায়েখ।

২) একজন বোন আহলে হাদীস অর্থাৎ সালাফি মানহাজ মেনে চলার চেষ্টা করে। উনার কি কওমী মাদ্রাসাতে ভর্তি হওয়া উচিত হবে?

৩)আমি আল্লাহর সাথে বলেছিলাম যে, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করলাম ইন্টার এ উঠে আমি সময় নষ্ট করব না সাড়ে তিন ঘন্টার বেশি ঘুমাবো না। পড়ব ভালো করে। তো এটা তো আমি করিনা এখন পর্যন্ত, এখন কি আমাকে ওয়াদার কাফফারা দিতে হবে? আর কাফফারা দেওয়ার পর কি আম আল্লাহর কাছে করা ওয়াদা পালন করতেই হবে? আল্লাহর কাছে ওয়াদা ভংগ করার কারনে কোন ধরনের গুনাহ হয় এবং আযাব বা শাস্তি পেতে হয়?

1 Answer

0 votes
by (62,670 points)

ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।

বিসমিল্লা-হির রহমা-নির রহীম।

জবাবঃ

https://ifatwa.info/51825/

"হুজুরের সাথে কথা বললে তালাক দিয়ে দিব" এটা ভবিষ্যত সূচক তালাকের ওয়াদা। এটা তালাক দেবার ওয়াদা হয়। আর ওয়াদা করার দ্বারা কোন তালাক পতিত হয় না। সুতরাং আপনাদের তালাক হবে না। আবার এটা শর্তযুক্ত তালাকও হবে না।

صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب فى الحال كما صرح به الكمال بن الهمام (الفتاوى الحامدية، كتاب الطلاق-38، رشيدة(

ولو قال: أطلقك لم يقع (الدر المنتقى، كتاب الطلاق، باب إيقاع الطلاق، قديم-1/389، جديد دار الكتب العلمية بيروت-2/14)

بخلاف كنم، لأنه استقبال فلم يكن تحقيقا بالتشكيك… ولو قال بالعربية: أطلق لا يكون طلاقا (الفتاوى الهندية، قديم-1/384، جديد-1/452)

وفى الدر المختار، بخلاف قوله طلقى نفسك فقالت أنا طالق، أو أنا اطلق نفسى، لم يقع لأنه وعد، (رد المحتار، كتاب الطلاق، باب تفويض الطلاق-4/559)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


১. "হুজুরের সাথে কথা বললে তালাক দিয়ে দিব" এটা ভবিষ্যত সূচক তালাকের ওয়াদা। এটা তালাক দেবার ওয়াদা হয়। আর ওয়াদা করার দ্বারা কোন তালাক পতিত হয় না। সুতরাং আপনাদের তালাক হবে না।

শর্তযুক্ত তালাক সম্পর্কে বিস্তারিত জানুন -  https://ifatwa.info/33056/

২. জ্বী হ্যাঁ, তিনি ভর্তি হতে পারেন।

৩. ওয়াদা পূরণ করা প্রসঙ্গে বিস্তারিত জানুন- 

https://ifatwa.info/59704/ 

https://ifatwa.info/31561/  

https://ifatwa.info/86139/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...