আসসালামু আলাইকুম মুহতারাম।
১.কেউ যদি আজীবন ২ রাকাত নফল নামাযের (শোকরের নিয়তে)নিয়ত করে প্রতিদিন তাহলে কি এটা কোনদিন ছুটে গেলে গুনাহ হবে?বিদয়াত হওয়ার কি সম্ভবনা আছে এই আমল?
২.ক্বাযা রোজা যদি সাপ্তাহিক সিয়াম এর দিনগুলোতে আদায় করা হয়,তাহলে কি উভয় সওয়াবের(ক্বাজা+রাসূল(সা:)এর সুন্নাহ)আশায় নিয়ত করা যাবে?
৩.যদি রাসূল(সা:)+আল্লহকে উদ্দেশ্য করে(মোহব্বত থেকে) কোন ডায়েরী লিখা হয়,চিঠির মত করে এতে কি কোন গুনাহের আশংকা আছে?
৪.শুয়ে শুয়ে কি কুরআন এর অর্থ,তাফসীর পড়া যাবে?এটা কি আদবের খেলাফ হবে?