আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আইওএম এ ভর্তির সময় ভর্তিফর্মে একটা শর্ত থাকে যে,বৈধ অভিভাবকের অনুমতি আছে কিনা?আমি ভর্তির সময় তাদের কাছে অনুমতি চাইলে আমার একাডেমিক পড়াশোনার ক্ষতি হওয়ার বাহানায়/আশংকায় তারা অনুমতি দেননি।অনেক বোঝানোর পরেও,জোরাজোরি করেও লাভ হয়নি।তারা আসলে দ্বীনি শিক্ষার ব্যাপারে পুরাই উদাসীন। পরে বাধ্য হয়ে তাদের অনুমতি ছাড়াই ভর্তি হয়েছি,একাডেমিক পড়াশোনার তেমন ক্ষতি হচ্ছেনা, আলহামদুলিল্লাহ। তারা আমাকে ভালো একটা অ্যামাউন্ট হাত খরচ দেয়,তার একটা অংশ থেকে এখানে পেমেন্ট করি।
এখন আমার প্রশ্ন হচ্ছে, তাদের অনুমতি ছাড়া তাদের টাকা দিয়ে আমার এখানে পড়া জায়েজ কিনা? এতে আমার কোনো গুনাহ হচ্ছে কিনা?