ভিন্ন ফন্টে পুনরায় লিখলামঃ
মাসআলা-১ ফরজ বা সুন্নত নামায একাকী বা জামাআতে পড়াকালীন কিরাত
পড়ার সময় এক আয়াত পড়ে তিন তাসবীহ পরিমাণ সময় কোনো কারণবশত চুপ থেকে তারপর বাকি কিরাত
পড়লে কি সাহু সিজদাহ ওয়াজিব হবে?
মাসআলা-২ সাবান দিয়ে নাপাক কাপড় ধৌত করেছি। সাবানটি কি নাপাক হয়ে
গিয়েছে? নাপাক হয়ে থাকলে কীভাবে সাবানটিকে পাক করে পুনরায় ব্যবহার করতে পারি?
মাসআলা-৩ এক মেয়ের বাবার কাছে শুনলাম যে, তিনি তার মেয়েকে বিয়ে
দিয়েছেন। মেয়ের স্বামী বিদেশ থাকে। মেয়ে এদেশ থেকে বিমানে করে একা একা সেদেশের এয়ারপোর্টে
যাবে। সেখান থেকে তার স্বামী তাকে নিয়ে যাবে। এভাবে একা একা সফর করা কি জায়েজ হবে?
মাসআলা-৪ ওযু করার পর মুখে বেয়ে কিছু পানি গড়িয়ে পড়ছিল। নামাযে
দাঁড়িয়ে গিয়েছিলাম। এখন সেই পানি গিলে ফেললে কি নামায ভঙ্গ হয়ে যাবে? আমি পানির স্বাদও
পেয়েছিলাম।