ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) সাধারণ শিক্ষিত মানুষ নির্ভরযোগ্য আলেমদের ইসলামি বই পড়ে পরিবারের সদস্যদের ও আত্নীয় স্বজনদের ইসলামী বিভিন্ন বিষয়ে জানাতে পারবে।
(২) জান্নাতে প্রবেশের পর মানুষের দুনিয়ার স্মৃতি এবং দুনিয়ার সকল ঘটনা মনে থাকবে কি না? তা আল্লাহই ভালো জানেন।তবে মনে থাকারই কথা।
(৩) তিন তালাকের পর সন্তানের খোঁজখবর নেওয়ার জন্য ও সন্তানের ভরণপোষণের খরচ দেওয়ার জন্য স্বামী তার স্ত্রীকে ফোন করতে পারবে। তবে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
(৪) তিন তালাকের পর স্বামী ও স্ত্রী দুজনেই অবিবাহিত থাকলে যদি তারা দুজনেই জন্নাতে প্রবেশ করে, তবে তারা উভয়ই চাইলে, পুনরায় জান্নাতে একত্রিত হতে পারবে। তবে জান্নাতে গিয়ে একে অপরকে চাইবে কি না? তা নিশ্চিত নয়।
(৫) কোনো পুরুষ কোনো নারীর সাথে অবৈধ সহবাসের মাধ্যমে সন্তান হলে সেই সন্তানকে যদি প্রকৃত পিতা নিজের সন্তান বলে স্বীকার করে, তাহলে সেই সন্তান প্রকৃত পিতার মিরাস পাবে না। হ্যা, ঐ সন্তান গর্ভে থাকাবস্থায় উক্ত সন্তানের মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে, তখন পিতার মিরাছ সন্তান পাবে।