আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
124 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (9 points)
আসসালামু আলাইকুম ।
১।ইবনে তাইমিয়া সম্পর্কে ঈদের হাজার আসকালানি মতামত কি তা জানতে চাই। (রেজাউল করিম আপনার হাফিজাহুল্লাহর একটি ডিভেটে দেখেছিলাম এই সম্পর্কিত প্রশ্ন তিনি উত্তরটা বলেন নাই)

২।জান্নাতুল ফেরদাউসে আল্লাহতালা কি সব কিছু নিজের হাত দ্বারা বানিয়েছে  দলিল সহ জানতে চাই।

৩। আয়নায় হুর ও লাবিয়া হুর সম্পর্কিত তারা মাওলানা তারেক জামিদের একটি বয়ান শুনেছিলাম এগুলোর কোন হাকিকত আছে?
৪।জান্নাতুল ফেরদৌস এর সুন্দর আল্লাহ তাআলা  তারা প্রতিদিন পাঁচবার বৃদ্ধি করেন মাওলানা তারেক জামিল একটি বয়ানে শুনেছিলাম এটার কোন দলিল আছে?
৫।জান্নাতুল ফেরদৌস পেতে হলে কোন আমলগুলো করতে হবে?
জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (712,400 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে তাইমিয়াহ সম্পর্কে উলামাদের কেউ কেউ সমালোচনা করেছেন।ইবনে হাজার হাইছামী রাহ বেশী সমালোচনা করেছেন।এগুলো জেনে আপনার অদ্য দ্বীনি কোনো ফায়দা নেই।বিধায় উলামাগণ এ সম্পর্কে নিরব থাকেন।

দারুল ইফতা বিন্নুরী টাউন মাদরাসার একটি ফাতাওয়ায় বলা হয়েছে যে,
فتوی نمبر : 143811200028
شیخ الاسلام علامہ ابن تیمیہ رحمہ اللہ ہماری تاریخ کے ایک بلند پایہ محقق عالم گزرے ہیں، البتہ انہوں نے بعض مسائل میں جمہور فقہاء ومحدثین اور علمائے امت سے اختلاف کیا ہے، جمہور امت نے ان کے تفردات کو قابل عمل نہیں سمجھا۔  اسی بنا پر بعض حضرات نے ان کی تردید میں کتابیں بھی لکھی ہیں، علامہ تاج الدین سبکی، علامہ ذہبی، ابن حجر ہیتمی، ملاعلی قاری اور علامہ شامی رحمہم اللہ جیسے اہل علم کے ہاں بھی ان پر تنقید ملتی ہے، ان کے مفصل حالات علامہ ابوزہرہ کی کتاب " ابن تیمیہ " میں مل سکتے ہیں، جس کا اردو ترجمہ شائع ہوگیا ہے۔ فقط واللہ اعلم

(২)
জান্নাতুল ফেরদাউস সহ চারটি জিনিষকে আল্লাহ নিজ হাত দ্বারা তৈরী করেছেন।(ক)আদম(খ)আরশ(গ)কলম(ঘ) জান্নাতুল ফেরদাউস
نقض الدرامي على المريسي" ص 99

(৩)
হুরের বিভিন্ন সিফাতা বা গুণাগুণ বিভিন্ন ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে।এগুলো মূলত হুরের গুণাগুণ।

(৪)
রমজান মাসে জান্নাতকে সুসজ্জিত করা হয়ে থাকে,এমনটা হাদীসে এসেছে। তবে রমজান ব্যতিত প্রতিদিন সুসজ্জিত করা সম্পর্কে স্পষ্ট কোনো বিবরণ চোখের সামনে পড়েনি।তবে তারিক জামিল সাহেব হয়তো কোথাও পেয়েছেন, তাই তিনি বলেছেন।

(৫)
ইসলামের সকল বিধি-বিধান পালন করতে হবে। সুন্নত ও নফলকে যথেষ্ট গুরুত্বসহকারে পালন করতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (712,400 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...