আসসালামু 'আলাইকুম,
শায়েখ আমি একজন স্টুডেন্ট, আমার বাবার কয়েক ধরনের ব্যবসা রয়েছে, তো তিনি অনেক সময় তার প্রয়োজনে বা বিল পাওয়া না গেলে বা টাকা ম্যানেজ না করা গেলে তিনি ব্যাংক থেকে লোন নেন,আজকে শুনলাম গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে লোনের কথা,আগে জানতাম জমি সিকিউরিটি হিসেবে রেখে লোন নেয়ার কথা,এখন তিনি ব্যাংক থেকে সুদে লোন নেন কিনা তাও আমি সম্পূর্ণভাবে শিউর না,সম্ভবত নেন,সুদে লোন নিলে তো আমার জানামতে সেই টাকা হারাম হওয়ার কথা,কিন্তু তিনি যে টাকা দিয়ে ব্যবসা করেন তা সবটুকু সুদে লোন নেয়া নয়, আমি নিজে ইনকাম করতে চাই কিন্তু তাদের জন্য পারছি না, আমার ইচ্ছে থাকলেও করতে পারছি না, তাকে হালাল -হারামের বিষয়টি বলতেও পারছি না বললে উল্টো আমার উপর চড়াও হবে শিউর, শায়েখ এখন আমার প্রশ্ন হচ্ছে
১/ তার থেকে টাকা পয়সা নেয়া,তার কাছে কোন কিছু চাওয়া,তার কেনা খাবার খাওয়া, তার টাকা দিয়ে চলা কি আমার জন্য জায়েজ হবে?
২/আমাকে তারা কোনো কিছু গিফট করলে বা কিছু কিনে দিলে তা কি আমার জন্য জায়েজ?
৩/কয়েক বছর পর যদি আমি নিজে কম্পিউটারের মাধ্যমে ইনকাম করা শুধু করি (ইন শা আল্লাহ) তাহলে কি সেই টাকা আমার জন্য হালাল হবে?প্রশ্নটি করলাম কারণ তাদের টাকা দিয়ে কেনা কম্পিউটা ব্যবহার করা হবে!
৪/ ব্যাংক থেকে সুদে লোন নেয়ার কারণে কি টাকা হারাম হয়ে গেছে?সেই টাকা থেকে অর্জিত লভ্যাংশও কি হারাম?
৫/ভবিষ্যতে তার সম্পদ থেকে ভাগ নেয়া কি জায়েজ হবে?
৬/তার টাকা দিয়ে যদি আমি ভবিষ্যতে কোন ব্যবসা শুরু করি বা সে আমাকে কোন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া বা আমাকে বিদেশ পাঠিয়ে দেয়, তাহলে সেই উপার্জিত টাকা কি হালাল হবে আমার জন্য?
(শায়েখ অনুগ্রহ করে দ্রুত উত্তর দিবেন দয়া করে,অনেক বড় সমস্যায় আছি)