আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
মুহতারাম, অভিভাবক ছাড়া প্রায় ৩ বছর পূর্বে ২ এর অধিক সাক্ষীর উপস্থিতিতে ৫০,০০০ টাকা মোহর নির্ধারণ করে বিয়ে করি।
আলহামদুলিল্লাহ, দুই পরিবারের সম্মতিতে সামাজিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে এবং দিনতারিখ ঠিক করা ও মোহর নির্ধারণের কথাবার্তা চলছে। তারা চায় ৫/৬ লক্ষ টাকা মোহর নির্ধারণ করতে যা পরিশোধ করা এই মুহূর্তে পরিশোধ করা আমার জন্য অসম্ভব। এটি তাদেরকে জানানো হলে তারা বলেছেন, এখন না হোক আল্লাহ একসময় পরিশোধের ক্ষমতা দিলে তখন পরিশোধ করিও।
এমতাবস্থায় আমার প্রশ্ন,
১. আমরা যেহেতু ইতিমধ্যেই ৫০,০০০ মোহর নির্ধারণ করে বিয়ে করেছি, এখন সামাজিকতার জন্য বাবা-মা নতুন বিয়ে দিলে (এখানে আমরা বাধ্য নতুন বিয়ে করতে, তারা চায় না আগের বিয়ের ব্যাপারে কেউ জানুক) তারা যদি ৫/৬ লক্ষ টাকা মোহর নির্ধারণ করে তাহলে কোন মোহর পরিশোধের জন্য আমি বাধ্য থাকবো? ৫/৬ লক্ষ নাকি ৫০,০০০ টাকা?
২. নতুন বিয়েটিই কি আমাদের মূল বিবাহ ধরে নিবো নাকি আগেরটি?