আসসালামু আলাইকুম।
আমার ট্যাক্স রিবেট নেয়ার জন্য সঞ্চয়পত্র কিনতে হয়েছে। এবং যার ইন্টারেস্ট ৩ মাস পর পর আমার একাউন্ট এ জমা হয়।
আমি হিসাব করে রাখছি, যে কোণ জনকল্যান মুলক কাজে/গরিব দের সওয়াব এর উদ্যেশ্য ছাড়া দান করে দিব।
এমতাবস্তায় আমার এক বন্ধু গতকাল তার বিদেশ যাওয়ার জন্য টাকা সাহায্য চায়। আমি কি আমার সঞ্চয়পত্রের ইন্টারেস্ট এর টাকা তাকে দিতে পারি?
আমার আর কি কি বিষয় নিইয়ে ভাবতে হবে, দয়া করে জানাবেন।
উল্লেখ্য,
- সে নিজে ভাড়া বাসায় থাকে।
- ২ বোন অবিবাহিত, বৃদ্ধ মা, ভাই (নেশা করে মনে হয়, কিন্তু কোন কাজ করে না।), ভাই বউ সহ পরিবার এর খরচ সেই বহন করে।
- কিন্তু যেহেতু সে বাইরে যাওয়ার টাকা যোগার করতে পারতেসে,আমার ধারনা নাই যে সে কিভাবে ম্যানেজ করতেছে
- আমাকে বলেছে যে, তার তো উপার্জন বন্ধ, একটা ভিসা/ওয়ার্ক পার্মিট পেয়েছে যেটা সে তিন কিস্তিতে দিবে। এমবস্তায় প্রথম কিস্তির যে খরচ সেটাই সে বিভিন্ন ভাবে মেনেজ করতেসে।
- আমি ঢাকা চাকরি করি, সে থাকে সিলেটে তাই আমি এর বেশি জানি না বা তার পরিবারের সাথে আমার কোন সম্পর্ক নাই।
- এই টাকা যদি তাকে করজে হাসানা হিসাবে ও দেই, তা ও আমি নিশ্চিত না কবে টাকাটা ফেরত দিবে।
যদি শরিয়ত আমাকে এলাও করে, তাহলে আমি এই সঞ্চয় পত্রের ইন্টারেস্ট/সুদ/প্রফিট এর টাকা দিতে চাই।
জানাবেন প্লিজ।
জাজাকাল্লাহু খাইরান।