আসসালামু আলাইকুম। আমি সবসময় খুব কম কথা বলি,মানুষের সাথে প্রয়োজনীয় কথার বাহিরে কথা বলতে মন চায়না।হাসি তামাশা করা হয়না আমাকে দিয়ে।আমি সবসময় একাকী,নিরব হয়ে থাকতে পছন্দ করি।আমার মনে হয় একা থাকলে,চুপচাপ থাকলে আল্লাহর স্মরণ হয়,জিকির করতে ইচ্ছা হয়।আখিরাতের কথা স্মরণে আসে।গীবত,পরনিন্দা কম হয়।
এইকারনে আমি বাসা থেকে প্রয়োজন ছাড়া বের হইনা।ফোনে প্রয়োজন ছাড়া আত্মীয় স্বজন এর সাথে কথা বলিনা।যেদিন ফোনে কথা বলি কারো সাথে মনে হয় সারাদিন তাদের কথা আমার মাথায় ঘুরে,আমি ইবাদাত বিমুখ হয়ে যাই,আল্লহর স্মরণ থেকে গাফেল হয়ে যাই।মনটা অস্থির হয়ে থাকে।এইকারনে আমি চাইনা কারো সাথে ফোনে কথা বলতে।এম্নিতেও আমি সরাসরি দেখাসাক্ষাৎ হলে সালাম দিয়ে অল্প কথা বলে চুপচাপ থাকার মানুষ।
এমন পরিস্থিতিতে আমার কি করা উচিত?আমি যদি আমার আত্মীয় স্বজনের সাথে ফোনে প্রয়োজন ছাড়া কথা না বলি,কল বা ম্যাসেজ আদানপ্রদান না করি(যেহেতু একেকজন একেকরকম) তাহলে কি আল্লাহর কাছে আমি গুনাহগার হবো?