আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
শায়েখ,
আমি যখন প্রথম স্ত্রীকে বিয়ে করি তখন বেকার ছিলাম (ছাত্র), মেয়ে ও মেয়ের পরিবার জেনেশুনেই বিয়েতে রাজি হয়। তখন মেয়ের বাবার বাড়িতেই থাকতো, পূর্ণ ভরণপোষণ দেওয়া হতো না। তিন বছর যাবত পূর্ণ ভরণপোষণ দেওয়া হচ্ছে, কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করার কারনে এখন বলছে অতীতে যে আমি তাকে ভরণপোষণ দেইনি তার জন্য সে তালাক নিলো। যদিও সেই সময় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই চলেছে।
*এমতাবস্থায়, কাবিননামায় ভরণপোষণ না দেওয়া সাপেক্ষে স্ত্রীকে যে তালাকের অধিকার দেওয়া হয় তার ভিত্তিতে কি তালাক হয়েছে?
উল্লেখ্য , তাকে ভরণপোষণ না দেওয়া সাপেক্ষে তালাকের অধিকার মৌখিকভাবে দেওয়া হয়েছে ভরণপোষণ দেওয়ার পর থেকে। আমি দ্বিতীয় বিয়ে করেছি তিন বছর, প্রথম স্ত্রী এতদিন কিছু বলেনি কারন দ্বিতীয় স্ত্রীর পূর্ণ অধিকার দেওয়া হয়নি, অধিকাংশ সময় পিত্রালয়েই অবস্থান করতো। এখন তার (২য়) জন্য পৃথক বাসা, সময় বণ্টন প্রভৃতির দিকে যখন একটু মনোযোগ দিয়েছি তাই প্রথম স্ত্রী এমন শুরু করেছে। তার কথা সে সতীন থাকলে সংসার করবে না। তাকে রাখতে হলে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে হবে।
*এমতাবস্থায় আমার করনীয় কী?
উল্লেখ্য, আমার প্রথম স্ত্রীর গর্ভজাত এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর এখনও কোনও সন্তান হয়নি, এবং প্রথম স্ত্রী একপ্রকার নিষেধাজ্ঞা জারি করতে চায় যেন সন্তান না হয়। আচরণ কথাবার্তায় সবসময় এটাই প্রতীয়মান হয়। এখন সে (১ম স্ত্রী) এককালীন পাঁচ লক্ষ টাকা ও মেয়ের খরচ বাবদ সাত বছর পর্যন্ত প্রতি মাসে ১০ হাজার টাকা করে দাবি করছে। তার পরিবারের সদস্যদের পরামর্শেই এসব করছে। তার পিতা নেই, ডিসিশন মেকিংয়ে নানা মামারাই থেকে থাকে।
মেহেরবানি করে তারকা চিহ্নিত (*) মাস'আলাসহ পরামর্শ দিলে উপকৃত হবো ইনশাআল্লাহ।