হযরত ২লক্ষ টাকা মোহরানায় আমি বিবাহ করি যার একলক্ষ টাকা ওয়াসিল হিসেবে অলংকার হিসেবে দেখানো হয়। বিয়ের পর বিবির সাথে বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে স্ত্রী চলে যায়। আমি তাকে আনার চেষ্টা করি কিন্তু আসে নাই। তার জন্য ৮ মাস অপেক্ষার পরবাধ্য হয়ে তালাক দেই। এখন তার দেনমোহর বাবদ ১লক্ষ টাকা আর ইদ্দতকালীন খরচ পাওনা থাকে। কিন্তু তার পরিবার আমাকে যেই ৮ মাস তার বাবার বাড়িতে ছিল ঔ মাসগুলির খরচ চাইতেছে। আমি তাকে বের করে দেই নাই সে নিজে চলে গিছিলো, আমার সাথে যোগাযোগ ও করে নাই। এখন আমি কেন তার গত ৮ মাসের খরচ দিবো? মেয়ের কি কোন অধিকার আছে এই ৮ মাসের খরচ পাওয়ার?