আসসালামু আলাইকুম। একটা বিয়ের প্রস্তাব আসছে।ছেলে ব্যবসা করছে।এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত না আরকি।সেটা সমস্যা না।বিষয় হলো তার বাবা রিটায়ার্ড ব্যাংকার।পেনশনের টাকায় দোকান কিনসে।বর্তমানে পাত্র,পাত্রের বড় ভাই আর বাবার টাকায়,সংসার চলে।এখন বাবার এ টাকা কি হারাম? আমার যদি এখানে বিয়ে হয় তাহলে হারাম টাকায় খাওয়া হলোনা??