আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
67 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (50 points)
edited by

আসসালামু আলাইকুম হুজুর। প্রশ্নটি একটু বড় এবং ৫টি ভিন্ন প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর দিলে উপকৃত হবো। 
 

এফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোন কোম্পানির পণ্য প্রচার করে সেখান থেকে সেল নিয়ে আসলে তারা একটি কমিশন দেয় মার্কেটারকে। এফিলিয়েট মার্কেটিং করবো ৩য় পক্ষ হিসেবে। কোম্পানির বেতনভুক্ত কর্মী হিসেবে নয়। আমার এফিলিয়েট লিঙ্ক থেকে সেল আসলে সেক্ষেত্রে কোম্পানি আমাকে কমিশন দিবে। 



১) এফিলিয়েট মার্কেটিং এর কাজ করার ক্ষেত্রে  কোন সফটওয়্যার, প্রোডাক্ট, সার্ভিস এসবের রিভিউ লেখার ক্ষেত্রে কোম্পানি থেকে গ্রাহকদের যে বিষয়/সুবিধা দেয়া হচ্ছে তার উপর ভিত্তি করে লিখতে হয়। এখন উদাহরণ হিসেবে সফটওয়্যার কোম্পানি থেকে একটি নির্দিষ্ট সফটওয়্যারের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা যা আছে তা উপর ভিত্তি করে লেখবো। আমি নিজে সেটা ব্যবহার না করায় সঠিক জানছি না যে কোম্পানি সত্য বলছে নাকি মিথ্যা। যদিও আমি আশাবাদী যে কোম্পানি যা বলছে তা সত্য বলছে। যেহেতু মিথ্যার উপর থাকলে খুব দ্রুত গ্রাহকের আস্থা হারাবে। এতে কোম্পানির চলা কঠিন হবে। এখন কোনো এফিলিয়েট মার্কেটার একটি কোম্পানির সফটওয়্যার, প্রোডাক্ট ব্যবহার না করে যদি সে সম্পর্কে রিভিউ লেখে তাহলে কি সেটা হালাল হবে? আর এ থেকে প্রাপ্ত অর্থ হালাল হবে? যদি কোম্পানি নিজে থেকে কোন ভুল লেখে/ কোম্পানি নিজের পণ্য সম্পর্কে মিথ্যাচার করে  এবং মার্কেটার যদি মার্কেটিং করতে গিয়ে এই মিথ্যা জিনিসগুলো নিজের অজান্তে তুলে ধরে তাহলে কি মার্কেটারের গুনাহ হবে? 

আরেকটু বুঝার সুবিধার্থে বলি একজন ব্যক্তি যখন  মার্কেটিং এর কাজ করে যেমন গাড়ির দোকানে তখন সে কিন্তুু নিজে গাড়ি ব্যবহার না করেই গাড়ির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা সম্পর্কে গ্রাহকদের বলতে থাকে। আর এটা সে তার কোম্পানি থেকে যা জানে তার ভিত্তিতে বলে। সে কিন্তুু গাড়ি নিজে ব্যবহার করে বলছে না। উপরে ঠিক এভাবেই এফিলিয়েট মার্কেটার পণ্য ব্যবহার না করেই কোম্পানি থেকে যা জানবে তার ভিত্তিতে গ্রাহকদের বলবে। 


২) আমি মূলত ডিজিটাল পণ্য প্রোমোট করার কথা ভাবছি। যেমন: সফটওয়্যার, ওয়েব হোস্টিং সার্ভিস, ইকমার্স প্লাটফর্ম। এখন এধরনের ডিজিটাল পণ্য প্রচারের ক্ষেত্রে কি এটা লক্ষ্য রাখতে হবে যে কিনবে সে কোন কাজে ব্যবহার করতে পারে?


৩) এফিলিয়েট মার্কেটিং এর একটি পরিচিত কোম্পানি আছে APPSUMO নামে সেখানে এই কোম্পানির মার্কেটারদের কমিশন হিসেবে সর্বোচ্চ ১০০% পর্যন্ত কমিশন দিবে কিন্তু সেটা ৪৯ ডলারের বেশি হবে না। এটা তাদের শর্ত। যদিও আমি যেই মেন্টরের কোর্স করেছি তিনির দেখানো অনুযায়ী বুঝলাম কোম্পানি মার্কেটারদের ৩-১৫ ডলারের মধ্যেই বেশি দেয়। তবে অনেকসময় ৪৯ ডলারও দেয়। হতে পারে কোম্পানির একটা ক্যালকুলেশন মেথড আছে যেটার ভিত্তিতে তারা মার্কেটারদের কমিশন দেয়। এখন এ কোম্পানির এফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে কাজ করা যাবে? এখান থেকে প্রাপ্ত কমিশন হালাল হবে? 



৪) যে সকল কোম্পানি এফিলিয়েট মার্কেটারদের কমিশন পার্সেন্টে না দিয়ে নির্দিষ্ট একটা ডলারের বিনিময়ে দেয় তাদের কোম্পানিতে এফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করে আয় করা হালাল হবে? যেমন: প্রতি সেলে ২০ ডলার। 

 

৫) কোন কোম্পানি যদি এভাবে বলে তারা এফিলিয়েট মার্কেটারদের প্রতি সেলে সর্বনিম্ন ৭০% কমিশন দিবে সে কোম্পানিতে কাজ করা এবং কমিশন নেওয়া কি হালাল হবে? 


জাযাকাল্লাহু খাইরান।  





 

1 Answer

+1 vote
by (556,350 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

এফিলিয়েট মার্কেটিং হলো কোনো কোম্পানীর পণ্য বিক্রি করে দিয়ে কিংবা বিক্রিতে সহযোগিতা করে সে বিক্রিত মূল্য থেকে একটা কমিশন গ্রহণ করা। অর্থাত কোনো কোম্পানির হয়ে প্রচার করে অর্থ উপার্জনই হলো এফিলিয়েট মার্কেটিং। 
এভাবে ইনকাম করা জায়েজ আছে,
তবে শর্ত হলো, পণ্য হালাল হতে হবে।
আর কমিশনের বিষয়টি নির্দিষ্ট হতে হবে। 
,
যদি পণ্য বা সার্ভিসটি কোন ভাবে হারাম হয়ে থাকে, তাহলে সেখান থেকে উপার্জন করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম হবে।

وَلَمْ يَرَ ابْنُ سِيرِينَ، وَعَطَاءٌ، وَإِبْرَاهِيمُ، وَالحَسَنُ بِأَجْرِ السِّمْسَارِ بَأْسًا وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” لاَ بَأْسَ أَنْ يَقُولَ: بِعْ هَذَا الثَّوْبَ، فَمَا زَادَ عَلَى كَذَا وَكَذَا، فَهُوَ لَكَ ” وَقَالَ ابْنُ سِيرِينَ: ” إِذَا قَالَ: بِعْهُ بِكَذَا، فَمَا كَانَ مِنْ رِبْحٍ فَهُوَ لَكَ، أَوْ بَيْنِي وَبَيْنَكَ، فَلاَ بَأْسَ بِهِ ” وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُسْلِمُونَ عِنْدَ شُرُوطِهِمْ»

ইবনু সীরীন, আতা, ইবরাহীম ও হাসান (রহ.) দালালীর মজুরীতে কোন দোষ মনে করেননি। ইবনু ‘আব্বাস (রা:) বলেন, যদি কেউ বলে যে, তুমি এ কাপড়টি বিক্রি করে দাও।  এতো এতো এর উপর যা বেশী হয় তা তোমার, এতে কোন দোষ নেই। ইবনু সীরীন (রহ.) বলেন, যদি কেউ বলে যে, এটা এত এত দামে বিক্রি করে দাও, লাভ যা হবে, তা তোমার, অথবা তা তোমার ও আমার মধ্যে সমান হারে ভাগ হবে, তবে এতে কোন দোষ নেই। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমগণ তাদের পরস্পরের শর্তানুযায়ী কাজ করবে। (সহীহ বুখারী-১/৩০৩)

বিস্তারিত জানুনঃ
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
প্রশ্নের বিবরন মতে যদি সেই ব্যাক্তি সে সম্পর্কে রিভিউ লেখে তাহলে সেটা হালাল হবে,আর এ থেকে প্রাপ্ত অর্থ হালাল হবে।

হ্যাঁ যদি সে নিশ্চিত ভাবে জানে যে কোনো তথ্য স্পষ্ট ভুল/মিথ্যা,সেক্ষেত্রে সে উক্ত তথ্য লিখবেনা।

(০২)
এটা লক্ষ্য না রাখলেও চলবে।
তবে পন্য হালাল হতে হবে,আর আপনার কমিশন নির্দিষ্ট থাকতে হবে। 

(০৩)
তাদের পন্য হালাল হলে,আর কাজের ভিত্তিতে বা মাস/সপ্তাহ/দিনের ভিত্তিতে আপনার কমিশন নির্দিষ্ট থাকলে এ কোম্পানির এফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে কাজ করা যাবে,এখান থেকে প্রাপ্ত কমিশন হালাল হবে।

(০৪)
পন্য হালাল হলে তাদের কোম্পানিতে এফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করে আয় করা হালাল হবে।

(০৫)
পন্য হালাল হলে সে কোম্পানিতে কাজ করা এবং কমিশন নেওয়া হালাল হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...