আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু:
আমরা তিনজন মিলে একটা বাসা ভাড়া নিয়ে থাকি (ওয়েস্ট এ)। মূলত বাসাটা আমি ভাড়া নিয়েছি, আর আমরা এখানে পাঁচ মাস ধরে আছি। ম্যানেজমেন্ট জানে যে আমরা দুজন আছি, কিন্তু আরেকজনের কথা তারা জানে না। ভাড়া বেশি হওয়ার কারণে আমরা তিনজন মিলে থাকছি।
গত এক মাস আগে আমাদের একজনের পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ায় সে বাসার পড়ার চেয়ার ব্যবহার করতো চলাচলের জন্য। গত এক মাস আমি কিছুই বলিনি যে চেয়ার ব্যবহার কইরো না। একদিন বলেছিলাম যে, "তুমি যে চেয়ার ব্যবহার করছো, ফ্লোরে দাগ পড়ে গেলে ম্যানেজমেন্ট দেখতে পেলে যা এডভান্স দিয়েছি তা সব কেটে রাখবে। তাই একটা কার্পেট কিনে তার উপর দিয়ে ব্যবহার করো।" সে বলেছিল যে চেয়ার আর ব্যবহার করবে না। আমিও আর কিছু বলিনি।
কিছুদিন আগে আমাদের নিচে যে থাকে, সে আমার কাছে অভিযোগ করেছে যে এত আওয়াজ কেনো, আওয়াজ রাত ১১/১২ টায়ও শোনা যায়। আমি সরি বলে আসছি আর বলেছি যে আর হবে না।
আমি তারপর যার পা ভাঙা তাকে বলেছি, সে বলেছে যে সে আর ব্যবহার করবে না। আর দুই মাস পর চলে যাবে। কিন্তু তার চলাচলের জন্য তো স্ক্র্যাচ ব্যবহার করতে হয়। এটা আমরাও জানি যে কিছু না কিছু তো ব্যবহার করতেই হবে, না হলে তো আর চলতে পারবে না। কিন্তু তারপরও আওয়াজ হয়। যেহেতু সে রাত ১১/১২টার দিকে রান্না করতে যায়, খায় ইত্যাদি ইত্যাদি।
এখন আমাদের নিচে যারা থাকে তারা যদি ম্যানেজমেন্টের কাছে যায় যে উপর থেকে অনেক শব্দ হয় আর ম্যানেজমেন্ট যদি জানে তাহলে অনেক সমস্যা হবে। তাই আমি আমাদের তিনজনের যে হোয়াটস্যাপ গ্রুপ আছে সেখানে এটা লিখেছি:
"তোমাকে বলেছিলাম কার্পেট কিনো, কার্পেট তো তুমি কিনো নাই। তুমি দুই মাস থাকো আর দুই সপ্তাহ থাকো, কার্পেট কিনো। আর না হলে অন্য কিছু করো যেন নিচে আওয়াজ না যায়। গেলে সমস্যা হবে। যদি তারা অভিযোগ করে, তোমাকে দুই মাসের আগেই বাসা থেকে চলে যেতে হবে।"
"আর ম্যানেজমেন্ট যদি দাগ পড়ার কারণে ফাইন করে, তাহলে তোমার যে সিকিউরিটি ডিপোজিট দেয়া আছে এটা আমি ফিরত দিতে পারব না।"
এখন সে বলছে যে, আমি অমানবিক আচরণ করছি। আমি এভাবে না বললেও পারতাম। বারবার বলি, সে কি ইচ্ছে করে করছে নাকি? ইত্যাদি ইত্যাদি।
হজরত, আমি কি আসলেই এখানে অমানবিক আচরণ করছি? আমার তো ম্যানেজমেন্টের কাছে জবাবদিহি করতে হবে যখন বাসা ছেড়ে দিব। বাসা পাওয়া অনেক কষ্ট।
সে যদি মনে মনে বদদোয়া দেয় তাহলে কি লাগবে? যদিও আমি তাকে মুখে বলেছি, আমি অমানবিক হলে আমি তার কাছে মাফ চাবো। যদিও সে কিছুই বলে নাই।