আসসালামু আলাইকুম।
আমি একজন পুরুষ।। ফুটবল খেলার জন্য হাফপ্যান্ট পড়ি,,,হাফপ্যান্ট পড়ার পরে হাটুর কিছু অংশ খোলা থাকে,,,সেটি ঢাকার জন্য কালো স্কিন পড়ি যেটি আটসাট এবং পায়ের সাথে লেগে থাকে এবং হাটুর অবয়ব বোঝা যায়,,,,তবে সতর পুরোটে ঢেকে যায় একদম গোড়ালি পর্যন্ত এবং সতর বের হওয়ার কোনো চান্স নেই।।। উল্লেখ্য খেলার মধ্যে হারাম ভাবে টাকার কোনো লেনদেন নেই,,
#এভাবে ফুটবল প্যান্ট এবং স্কিন পড়ে ফুটবল খেললে হারাম হবে? নাকি মাকরুহ হবে? নাকি জায়েজ হবে?