আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা-তুহ
মুহতারাম, ধরুন স্ত্রীর বাবা মা চায় স্বামীর থেকে ডিভোর্স নিতে। কিন্তু স্ত্রী চায়না স্বামী থেকে বিচ্ছেদ করতে,এখন স্ত্রি নিজ বাপ মার কাছে বেড়াতে গেছে, স্বামী বলতেছে, 'বাসায় যেয়ে নিজ বাপ মায়ের কথামত চলবে,তাদের সেবা করবে,যেটা বলবে শুনবে,মানবে' এখন তারা যেহেতু তালাক নেয়ার কথা বলে তাহলে স্বামীর উক্ত কথা যদি তালাক নেয়ার অধিকার দেয়ার নিয়তে বলে সমস্যা হবে কি? মানে স্বামীর কথায় যেহেতু স্ত্রীকে বাপ মায়ের কথা মানতে বলা হচ্ছে। মানে বাপ মা তালাকে নিতে বললে সেটারো অনুমোদন স্বামী দিয়ে দিচ্ছে তাই বুঝাচ্ছে নাকি?
উল্লেখ্য স্ত্রিকে পূর্ব থেকেই তালাক নেয়ার অধিকার দেয়া আছে অথবা দেয়া নেই উভয় ক্ষেত্রে বিবেচিত করে উত্তর দিবেন ইন শা আল্লাহ