বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯) আরো জানুন-
https://www.ifatwa.info/3747
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) যে ব্যাক্তি হারাম কাজের বিনিময়ে হারাম ইনকাম করে। যেমন মদ,গান বাজনা,সুদ ইত্যাদির মাধ্যমে ইনকাম। এখানে যেহেতু অন্যর সন্তুষ্টির মাধ্যমে টাকা নেওয়া হয়েছে, তাই হক নষ্টের গোনাহ হবে না ঠিক তবে হারামে লিপ্ত হওয়ার গোনাহ অবশ্যই হবে।
(২) যে হারাম কাজের বিনিময় হারাম ইনকাম করে, অন্যদিকে ৫ ওয়াক্ত নামাজও পরে। ঐ ব্যক্তির হারাম খাওয়ার কারনে ইবাদত কবুল না হওয়ার কথা।তবে নিশ্চিত কবুল হবে না, এমনটাও বলা যাবে না। বান্দার দায়িত্ব হচ্ছে, হারাম পরিত্যাগ করে ইবাদতে মনযোগী হওয়া। তবে এমনটা মনে করা যাবে না যে, যেহেতু তার নামাজ কবুল হবে না, তাই তার নামাজ আদায় করা আর না করা সমান! এবং সে নামজ পরলে একটুও সওয়াবের আশা করতে পারবে না। বরং তার দায়িত্ব হচ্ছে, ইবাদতকে নিয়ম অনুসারে চালিয়ে যাওয়া এবং হারামকে পরিত্যাগ করা।