*, আজ সালাফী এক আলেমের বক্তব্যে শুনলাম যে, তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়া ঈদ উপলক্ষে পড়া বিদআত! হ্যাঁ তিনি বললেন যে কেউ যেকোন টাইমে দোয়া হিসেবে এটা পড়তে পারে। কিন্তু ঈদ উপলক্ষে পড়া যাবে না। কারণ এই সম্পর্কিত হাদিসের তিনজন রাবির ব্যাপারে সন্দেহ আছে! তিনি নিজে একটা দোয়ার কথা বললেন, উক্ত দোয়াটি হলো, আল্লাহু আকবার কাবিরা (দুইবার), আল্লাহু আকবার তাজাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, দোয়াটা এরকমই যতটুকু মনে পড়ছে, আল্লাহই ভাল জানেন।
*, এখন আমার প্রশ্ন হল উপরের উল্লেখিত তাকবীরে তাশরিক ঈদ উপলক্ষে পড়া কি আসলেই বিদআত?
তাকবীরে তাশরিক সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনার অনুরোধ করছি ইনশাআল্লাহ। এরই সাথে তার বক্তব্যের খণ্ডন করার দাবি ও রাখছি ইনশাআল্লাহ।