মদ বা নেশাদ্রব্য সেবনের কারণে বেহুঁশ বা মাতাল হয়ে কোনো ব্যক্তি স্বীয় স্ত্রীকে তালাক দিলেও তা কার্যকর হয়ে যায়।
(বাদায়েউস সানায়ে ৩/১৫৮; আলবাহরুর রায়েক ৩/২৪৭; ফাতহুল কাদীর ৩/৩৪৫)
প্রখ্যাত তাবেয়ী সায়ীদ ইবনে মুসাইয়িব রাহ. ও সুলাইমান ইবনে ইয়াসার রাহ.কে মাতাল ব্যক্তির(তালাক প্রদান) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা উভয়ে জবাবে বলেছেন, মাতাল ব্যক্তির তালাকপতিত হয়ে যাবে।-মুয়াত্তা ইমাম মালেক ২১৬
لمافی السنن الترمذی (۲۲۶/۱): عن أبی ھریرۃ ؓ قال قال رسول الله ﷺ کل طلاق جائز إلاطلاق المعتوہ المغلوب علی عقلہ۔
সারমর্মঃ বেহুশ ব্যাক্তির তালাক পতিত হয়না।
و فی الدرالمختار(۲۴۴/۳):( لا يقع طلاق المولى على امرأة عبده ) ۔۔۔ ( والمجنون ) ۔۔۔ (والصبي ) ۔۔۔ ( والمعتوه ) ۔۔۔ ( والمبرسم ) ۔۔۔ ( والمغمى عليه ) ۔۔۔ ( والمدهوش ) فتح ۔
وفی الرد تحتہ :والذي يظهر لي أن كلا من المدهوش والغضبان لا يلزم فيه أن يكون بحيث لا يعلم ما يقول بل يكتفى فيه بغلبة الهذيان واختلاط الجد بالهزل كما هو المفتى به في السكران ۔الخ
সারমর্মঃ পাগল,বেহুশ,শিশু বাচ্চা ইত্যাদিদের তালাক পতিত হয়না।
,
★সুতরাং "একজন রোগী ঠিক কতটুকু মানসিক অসুস্থ থাকলে সে তালাক দিলে তালাক হবেনা""
এক্ষেত্রে মাসয়ালা হলো যদি কোনো মুসলিম অভিজ্ঞ ডাক্তার তাকে মানসিক রোগি বলে সার্টিফিকেট (লিখিত ডকুমেন্ট) দেয়।
এবং বলে যে সে আসলেই উক্ত রোগ অবস্থায় কি বলে সেটি নিজ থেকে বলেনা,বা উক্ত তাহার উপর কোনো শক্তি থাকেনা,সেন্স ঠিক থাকেনা,ঐ সময়ে কি বলেছে এই কথা পরে বলতেও পারেনা,মাথা ঠিক থাকেনা।
,
তাহলে উক্ত রোগ জাগা অবস্থায় যদি সে তালাক দেয়,তাহলে তালাক হবেনা।
প্রশ্নে উল্লেখিত ছুরতে ভাগিনাকে যদি কোনো মুসলিম অভিজ্ঞ ডাক্তার তাকে মানসিক রোগি বলে সার্টিফিকেট (লিখিত ডকুমেন্ট) দেয়।
এবং বলে যে সে আসলেই উক্ত রোগ অবস্থায় কি বলে সেটি নিজ থেকে বলেনা,বা তাহার উপর কোনো শক্তি থাকেনা,সেন্স ঠিক থাকেনা,ঐ সময়ে কি বলেছে এই কথা পরে বলতেও পারেনা,মাথা ঠিক থাকেনা।