ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমাদের মনে রাখতে হবে, পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে। কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কোন মু'মিন পুরুষের বে-নামাযী বা বেপর্দা মহিলার সাথে সংসার করার ফলে যে সন্তান হবে, সেই সন্তান এবং গোনাহগার স্বামী স্ত্রীর সন্তান এমনকি কাফিরদের সন্তান সবাই মূলত ফিতরাত তথা ইসলাম ধর্ম নিয়েই জন্ম গ্রহণ করে। তারা সাবালক হওয়ার পূর্বে নিষ্পাপ হিসেবে বিবেচিত হবে।
(২) কোন পুরুষকে জোরপূর্বক কোন বেনামাযী,পর্দাহীন নারীর সাথে বিয়ে দেয়া হলে, এখন সে ধর্য্যসহকারে সংসার করবে। স্ত্রীকে হেদায়তের বাণী শোনাবে। স্ত্রীর হেদায়তের জন্য আল্লাহর কাছে দু'আ করবে।