আসসালামু আলাইকুম ,একটা কম্পলিকেট সিচুয়েশনে পরে গেছি ।আমার শ্বশুর শাশুড়ী খুবই নরম মানুষ এই কারণে ওনারা সন্তান দের অন্যায় ও স্কিপ করে ভুল গুলো মেনে নেয় গরম হয়ে কিছুই বলতে পারেনা। আমার দেবর জার্মানে গিয়েছিলো আমার শ্বশর অনেক টাকা ধার করে তারে পড়াশোনা করতে পাঠায় ,সে নামাজ পড়ে জাস্ট। কোর আন ও পড়ে ।অন্য আমল আছে কিনা আমার জানা নেই আমার চোখের সামনে পরেনি ।তার হারাম রিলেশনশিপ ছিলো ,মেয়ে এতিম দেখে আমি আমার শ্বশুর কে রাজী করিয়েছি কিন্থ মেয়ে দ্বীনদার না ওয়েস্টার্ণ এবং ব্যাপক ছেলে বন্ধু আছে এটা তার ব্যাপার কিন্তু যেহেতু পরিবারে আসবে আমাকে দায়ীত্ব দেয়া হয়েছে । আমার শ্বশুর রাজী না কোনো ভাবেই সব দিক দিয়েই মেয়েটি অপছন্দের ইভেন মা ও পছন্দ করেনাই ।আমার শ্বশুর কে যাও আমি রাজী করাই দেবর আমাকে পার্সোনালি বলে কিছু করতে সংসার টা সুন্দর থাকুক ভেবেই আমি রাজী করায় মেয়ের পরিবার এর সাথে আমার দেবর মিট করায়ে দেন ইভেন সব ভাবেই আমার শ্বশুর কে ছট করে আমি বুঝাই বলসি আপনার স্ত্রি কে পর্দায় রাখা দায়ীত্ব চ্যাঞ্জ করবেন যেহেতু ছাড়বেন না । কিন্তু ওনি সেখানেও বেপর্দা মাথায় কাপড় ছাড়াই মেয়েকে প্রেজেন্ট করে এবং মেয়েটাও বেয়াদপি করে আমার শ্বশুর ও জাওজ এর সাথে এভাবে কম্পলিকেট হয়ে যায় আর তারা আমার শ্বশুর কে বিয়েতেও নিতে পারেনি একাই বিয়ে করে ফেলে এত কিছু ঘটার পরে আমার দেবর এখন তার বাবা মায়ের সাথে যোগাযোগ করেনা কিন্তু তার স্ত্রীর সাথে সকল এক্টিভিটিস আছে । আমার শ্বশুর অনেক সিক মানুষ অপেন হার্ট সার্জারির রুগী এই ক্ষেত্রে আমার কাছে কোনো অপশন নাই এনাদের এই ডিপ্রেশন থেকে বের করার ।আমি জানতে চাই পিতা মাতার অবাধ্য হয়ে অল্প টাকায় ৫-১০ হাজারে কাবিনে বিয়ে করা জায়েজ কিনা কুফু মিল নেই স্ট্যাটাস ,দ্বীন শালিনতা কিছুই নেই । বাবা মায়ের এই বাধার কারণে কি ওনারা আল্লাহর কাছে শাস্তি পাবে কিনা? আবার আমার সাইড থেকে এইখানে মাথা দেয়াটা উচিত হইসে কিনা? আমাকে আমার স্বামী বাবা মা তিনজনই রাইটস দিছে ওনারা উইক খুব সীদ্ধান্ত হিনতাই ভোগে । আর এমতা অ অবস্থায় আমার দেবর কি সঠিক? ওনার ক্ক এভাবে মাতা পিতা কে কষ্ট দেয়া উচিত হচ্ছে ? বিয়েও করলো বেদ্বীন ,অপেন মাইন্ডেড ,আবার রাগ দেখায়ে ঘরের মনিটর সব ভেংগে ছুরে চলে গেলো বাসায় আসেনা ঘুরছে ফিরছে সব পোস্ট ও দিচ্ছে যা দেখে রিতিমত তার পরিবার ট্রমায় যাচ্ছে ।