বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত,
ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪٍ ﺍﻟﺨُﺪْﺭِﻱِّ - ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋﻨﻪُ - ﻗﺎﻝَ : ﺳَﻤِﻌْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳﻘُﻮﻝ" : ﻣَﻦْ ﺭَﺃَﻯ ﻣِﻨْﻜُﻢْ ﻣُﻨْﻜَﺮًﺍ ﻓَﻠْﻴُﻐَﻴِّﺮْﻩُ ﺑِﻴَﺪِﻩِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻓَﺒِﻠِﺴَﺎﻧِﻪِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﺒِﻘَﻠْﺒِﻪِ ، ﻭَﺫَﻟِﻚَ ﺃَﺿْﻌَﻒُ ﺍﻹِﻳﻤَﺎﻥِ "
নবীজী সাঃ বলেনঃ তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে,তাহলে সে যেন তা হাত দিয়ে ,না পারলে মুখ দিয়ে এবং না পারলে সে যেন তা অন্তর দিয়ে গৃণা করে।এবং এটাই তার ঈমানের সর্বনিম্ন স্থর।(সহীহ মুসলিম-৭৩)
অন্তর দিয়ে গৃনা করার অর্থ হচ্ছে,হালালকে হালাল জানা এবং তাকে মহব্বত করা।এবং হারামকে হারাম জানা ও গৃনা করা এবং তার থেকে দূরে থাকা। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1982
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো রেস্তোরায় যদি গান চলে। তাহলে সেই রেস্তোরাঁতে আপনি প্রবেশ করবেন না। যদি এই রেস্তোরা ব্যতিত মানসম্পন্ন ভিন্ন কোনো রেস্তোরাঁ না থাকে, এবং আপনি প্রবেশ করে প্রতিবাদ করেন, আপনার প্রতিবাদ করার পরও যদি বন্ধ না করে। এবং যদি গান চলা অবস্থায়ই আপনি সেখানে থাকেন, তাহলে আপনার গোনাহ হবে না। হ্যা, আপনাকে অতিদ্রুত সেই জায়গা ত্যাগ করতে হবে।
(২) নামায পড়তে পারবেন। আপনার সওয়াবে কোনো তারতম্য হবে না, পাপ হবে না।
(৩) যদি তার অধিকাংশ কাজ সুদের হিসাব সংরক্ষণ বাবত হয়, তাহলে আপনি তার কাছ থেকে হাদিয়া গ্রহণ করতে পারবেন না। তবে যদি সে বলে যে, সে তার হালাল টাকা থেকে আপনাকে দিচ্ছে, তাহলে আপনার জন্য হারাম হবে না।
(৪) জ্বী, উপরোক্ত শব্দগুলোর বাংলা উচ্ছারণ করা যাবে।
(৫) কাপড় দ্বারা মুড়িয়ে দাফন করে দিবেন অথবা গভীর পানিতে ফেলে দিবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
2007