বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তিন দিন বা তার সমপরিমাণ দূরত্বের অধিক সফর করলে কেউ মুসাফির হিসাবে গণ্য হবে।যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-
أَقَلُّ مَسَافَةٍ تَتَغَيَّرُ فِيهَا الْأَحْكَامُ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، كَذَا فِي التَّبْيِينِ، هُوَ الصَّحِيحُ
সর্বনিম্ন দূরত্ব যার দ্বারা শরীয়তের বিধি-বিধানে পরিবর্তন আসে।(তথা মানুষ মুসাফির হয়)তিন দিনের দূরত্ব।(তাবয়ীন) এটাই বিশুদ্ধ মত।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৮)বিস্তারিত জানুন-১২৮১
তিনদিনের দূরত্বকে ফুকাহায়ে কেরাম ৭৭কিলো সমপরিমাণ নির্ধারণ করেন।তাই বর্তমানে কেউ ৭৭কিলো সমপরিমাণ সফর করলে সে শরয়ী মুসাফির হিসেবে গণ্য হবে।
(ক)
নৌযানে কেউ তীর হতে ৭৭ কিমি দূরে গেলে মুসাফির হবো। (দূরত্ব এর হিসাবে)নৌযানে ১৫দিন দিন থাকার নিয়ত করলেও মানুষ মুকিম হবে না।কেননা মুকিম হওয়ার জন্য কোনো একটি নির্দিষ্ট জায়গায় ১৫ দিন অবস্থানের নিয়ত করা।
(খ)
আপনি যতদিনের জন্য নৌযানে সফর করবেন,ততদিনই আপনি মুসাফির থাকবেন।আপনি কখনো মুকিম হবেননা।কেননা মুকিম হওয়ার জন্য একটি নির্দিষ্ট স্থানে ১৫দিন অবস্থানের নিয়ত করতে হয়।
(গ)
জলে তীর থেকে ছাড়া মাত্রই আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন।
(ঘ)
আপনি যদি কোনো তীরে ১৫ দিন থাকার নিয়ত করে ফেলেন,তাহলে তীরে আপনি মুকিম থাকবেন।