আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
78 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
১/ কোনো একজন জানতে চেয়েছেন,সে একটা সময় হারাম রিলেশনে ছিল এখন সেখান থেকে বের হয়ে এসেছেন আল্লাহর জন্য।
রিলেশন ছাড়ার পর তার নামে বান্ধুবীদের কাছে গীবত করেছে।

তার মাহরাম কোনো পুরুষ নেই সে কিভাবে মাফ চাইবে?

২/ শিক্ষক  মুখস্থ পড়া দিলে  সেটা  কোনো ছাত্রী চুরি করে একটু একটু দেখে দেখে শিক্ষকের কাছে পড়াটা দিলে কি প্রতারণা হবে..?

প্রতারণা হলে তার কাছে কিভাবে মাফ চাইতে হবে ? লজ্জার ভয়ে বা তার প্রতি   যদি খারাপ ধারণা পোষন করতে পারে এই কারণে যদি মাফ না চায় তাহলে কি গুনাহ হবে?
মানুষের সাথে জড়িত হকের গুনাহ কি মাফ চাইতেই হবে?
অনেক মানুষের নামে  গীবত করেছে অনেকভাবেই হয়তো হক নষ্ট  করেছে। যদি তাদের কাছে মাফ চাইতে যায়, তাহলে তারা যদি ভুল বুঝে বা খারাপ ধারণা করে তার প্রতি। এই  কারণগুলোর জন্য যদি মাফ চাওয়া সম্ভব না হয়। তাহলে কি করবে?
৩/ কোন কোন কারণে মানুষের সাথে হক নষ্ট  হয় এগুলো জানতে চাই।
মানুষের সাথে হকের গুনাহ থেকে বাঁচার  উপায় কি?

1 Answer

0 votes
by (596,370 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) উক্ত গীবত যদি ঐ ব্যক্তির নিকট না পৌছে, তাহলে শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে। আর যদি ঐ ব্যক্তির নিকট গীবত পৌছে থাকে, তাহলে মাহরাম কারো দ্বারা বা যেকোনো মাধ্যমে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি ক্ষমা চাওয়া সম্ভব না হয়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এবং ঐ ব্যক্তির নামে কিছু সদকাহ করে দিলেই হবে। 

(২) শিক্ষক মুখস্থ পড়া দিলে সেটা কোনো ছাত্রী চুরি করে একটু একটু দেখে দেখে শিক্ষকের কাছে পড়া দিলে, এটাও প্রতারণার অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে।

(৩) মানুষের ইজ্জত আব্রু ও মালের কোনো ক্ষতি করলে সেটা হক নষ্ট হিসেবে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...