আসসালামু আলাইকুম
প্রায় দুই বছর আগে একটি প্রজেক্ট চলাকালীন অবস্থায় আমাকে আমার বস এক জায়গায় পাঠায় সাথে 3000 টাকা দেয় গাড়ি ভাড়া বাবদ। গাড়ি ভাড়া ছিল ১১৪৫ টাকা আর বাকি টাকা আমার কাছে থেকে যায়। পরবর্তীতে আমি গাড়ি ভাড়ার বিল ও বাকি টাকা উনাকে বুঝিয়ে দেবো দেবো করে আর বুঝিয়ে দেওয়া হয়নি। কিছুদিন আগে তাকে টাকা বুঝিয়ে দেওয়ার জন্য যাই তখন তিনি বলে তার টাকার ব্যাপারে মনে নেই কারণ ঘটনাটা দুই বছর হয়েছিল।
আমাদের অফিসে নিয়ম হচ্ছে যে, প্রজেক্ট বাবদ খরচের জন্য আমরা আগে টাকা নিই এবং পরবর্তীতে তার সমপরিমাণ বিল অফিসে জমা দিই। অথবা নিজের পকেট থেকে খরচ করে তার সমপরিমাণ বিল জমা দিলে ওই টাকা পাওয়া যায়।
এখন আমি চাচ্ছি যে, গাড়ি বিলটা অফিসে জমা দিয়ে গাড়ির বিল সমপরিমাণ টাকা অফিস থেকে নিয়ে আর বাকি টাকা একসাথে করে উনাকে ৩০০০ টাকা দিয়ে দিব। কিন্তু আমার মনে সংশয় হচ্ছে যে উনি যদি আগেই (এই দুই বছরের মধ্যে) ওই বিল অফিসে জমা দিয়ে থাকেন তাহলে ডাবল বিল হয়ে যাবে। কারণ উনি মনে করতে পারতেছে না। এক্ষেত্রে কি আমি গুনাগার হব আমার অলসতার কারণে? যদি উনি আগেই বিল জমা দিয়ে থাকে।
আমার কি করা উচিত এখন?