আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
ছেলে হানাফি মাজহাবের,,নিম্ন বিত্ত।।
মেয়ে হানাফি, মধ্যবিত্ত।
মেয়ে বাসায় জানিয়েছে যে, মাজহাব মিলে না,,কুফুও মিলে না। কিন্তু ফ্যামিলি মেম্বারস রা এসব বিষয়ে অবহেলা করছেন।
ছেলে সরকারি চাকুরী জীবী,,বিসিএস ক্যাডার।
তারা এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ দিচ্ছেন। এবং কথা আগানোর জন্য চেষ্টা করছেন।
১.এখন মেয়ে ফ্যামিতিতে কিভাবে বুঝাবেন?
বা মেয়ের করণীয় কি?
২.আর বিয়ের ক্ষেত্রে ছেলের কোন দিক গুলো দেখতে হয়?
৩. ছেলের দ্বীনদারিতা,, মানুষীকতা জানতে কোন বিষয়গুলো জেনে নিতে হবে?
৪. মেয়ে অনেক নফল ইবাদাত করে,সে চায় স্বামীও এমন হোক,,সেক্ষেত্রে ছেলের যদি এসব বিষয়ে ঘাটতি থাকে,,ছাড় দেয়া যাবে কিনা?