ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তীর নিক্ষেপ বা প্রশিক্ষিত কুকুরের শিকারকে ভক্ষণ করা যাবে। এয়ার গান বা বাটুল দ্বারা প্রাণী যখমি হয় না বরং থেতলে যায়। যেজন্য এই শিকার খাওয়া জায়েয হবে না। তবে যদি এয়ারগান বা বাটুলের গুলি তীরের মত লম্বা হয়, সেই গুলি দ্বারা তীরের মত প্রাণী যখমি হয়, তাহলে সেই প্রাণী খাওয়া জায়েয হবে। অথবা বাটু্ল বা ইয়রগানের দ্বারা শট করার পর যদি জীবিত অবস্থায় মাঠিতে পরে যায়, এবং সেটা জবাই করে হয়, তাহলে সেটা খাওয়া জায়েয হবে।
قال قاضي خان: لا يحل صيد البندقة والحجر والمعراض والعصا وما أشبه ذلك وإن جرح؛ لأنه لا يخرق إلا أن يكون شيء من ذلك قد حدده وطوله كالسهم وأمكن أن يرمي به؛ فإن كان كذلك وخرقه بحده حل أكله (رد المحتار، کتاب الصید، 6471، ط:ایچ ایم سعید کراچی)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
97134