আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
114 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (5 points)
আমাদের এলাকার একটি সরকারি জায়গায় অবস্থিত পুকুরে প্রতিদিন ফজরের পরে অনেক বক আসে। আমাদের ইচ্ছে আমরা কিছু বক শিকার করে খাব। বক ধরার জন্য বাটুল বা এয়ারগান ব্যবহার করার উপায় আছে। বাটুল বা এয়ারগান দিয়ে মারার সময় আল্লাহর নাম নেয়া হলে, এবং শিকারের গায়ে আঘাত করার পর যদি বক সেখানেই মারা যায় সে ক্ষেত্রে কি খাওয়া যাবে কিনা?
মাসাআলা শুনেছিলাম যে, শিকারি কুকুরকে আল্লাহর নামে ছেড়ে দিলে সে যদি কামড় দিয়ে শিকারকে ধরে নিয়ে আসে এবং রক্ত ক্ষরণে শিকার মারা যায় তবে তা হালাল। উল্লেখ্য যে, বাটুল বা এয়ারগানে রক্তপাত নাও হতে পারে। বরং না হবার সম্ভাবনাই বেশি। এই ক্ষেত্রে আসলে বিধান কি দয়া করে জানাবেন। উক্ত পাখি খাবার ক্ষেত্রে করনীয় কি.? কোন পদ্ধতি অবলম্বন করলে তা আমাদের জন্য হালাল হবে?

1 Answer

0 votes
by (597,990 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তীর নিক্ষেপ বা প্রশিক্ষিত কুকুরের শিকারকে ভক্ষণ করা যাবে। এয়ার গান বা বাটুল দ্বারা প্রাণী যখমি হয় না বরং থেতলে যায়। যেজন্য এই শিকার খাওয়া  জায়েয হবে না। তবে যদি এয়ারগান বা বাটুলের গুলি তীরের মত লম্বা হয়, সেই গুলি দ্বারা তীরের মত প্রাণী যখমি হয়, তাহলে সেই প্রাণী খাওয়া জায়েয হবে। অথবা বাটু্ল বা ইয়রগানের দ্বারা শট করার পর যদি জীবিত অবস্থায় মাঠিতে পরে যায়, এবং সেটা জবাই করে হয়, তাহলে সেটা খাওয়া জায়েয হবে।

قال قاضي خان: لا يحل صيد البندقة والحجر والمعراض والعصا وما أشبه ذلك وإن جرح؛ لأنه لا يخرق إلا أن يكون شيء من ذلك قد حدده وطوله كالسهم وأمكن أن يرمي به؛ فإن كان كذلك وخرقه بحده حل أكله (رد المحتار، کتاب الصید، 6471، ط:ایچ ایم سعید کراچی)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-97134 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...