আসসালামু আলাইকুম। আমি সামাজিক ধার্মিক পরিবারে বড় হয়েছি।স্কুলে ভর্তি করানোর পূর্বেই আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন বাসায় টিচার এনে,মক্তবে,টিচারের বাসায় গিয়ে-একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সবভাবেই চেষ্টা করেছেন।বাসায় ধর্মীয় বইও রাখার চেষ্টা করেন,নামাজ রেগুলার আদায় করলেও ভালোভাবেই দেখেন,ওই সমাজ যেটুকুতে খুশি আরকি।এছাড়া আমার সম্পূর্ণ পড়াশোনা জেনারেল শিক্ষাব্যবস্থাতেই।এখন আমি দেশের নামকরা এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষে অধ্যয়ন করছি।ভার্সিটিতে আসার পর আমি আলহামদুলিল্লাহ হেদায়াতের কিছুটা স্বাদ পেয়েছি।হাতে ফোন আসায় এত এত রিসোর্সের সংস্পর্শে এসে জানতে পারি আমার কোরআন তিলাওয়াতে লাহান জালি'র মতো ভুল এখনও বিদ্যমান!এর জন্য দক্ষ শিক্ষকের অপ্রতুলতাকেই আমি দায়ী করছি।আমি অবাক হই ইউটিউবে হুজুরদের পড়া শুনলে,হাজার হাজার ভিউস!অথচ পড়ছে " সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"‼️س،ص-এর পার্থক্য পর্যন্ত করতে পারেনা।
দ্বীনি ইলম অর্জনের মহিমান্বিত যাত্রার শুরুতেই আমি আরবি ভাষার বেসিক একটা কোর্স করেছি বাসায় (আব্বুকে/পরিবারের এমন সদস্যদের যারা এখন চাকরির প্রস্তুতির এমন মূখ্যম সময়ে আরবি শেখার পেছনে সময় দেওয়াকে ভালোভাবে নিবে না বলে আমার মনে হয়েছে) না জানিয়ে টিউশন বা জমানো টাকা থেকে করেছি যেন কোরআন বুঝতে পারি।পরে মনে হলো ভাষায় দক্ষ হওয়ার আগে কোরআন সহীহ করা দরকার, নয়ত নামাজ ভুল হবে।আবার লাস্ট ১০ সূরা দিয়ে নামাজ পড়তে পড়তে মনে সাধ হয়,এত পড়াশোনা করছি!আল্লাহ আমার গাইডলাইন হিসেবে যে গাইড আমাকে দান করলেন,সেটা নিজের মধ্যে ধারন করছি না!কেমন হচ্ছে ব্যাপারটা!
সিদ্ধান্ত নিলাম হিফজ করবো ইনশাআল্লাহ।একেক রাকাআতে একেক সূরা দিয়ে নামাজ আদায় করবো।খুব সুন্দর করে তিলাওয়াত করবো!
সবদিক বিবেচনায় এক বান্ধবীর পরামর্শে কোরআন এণ্ড ক্বিরআতে ক্বায়দা কোর্সে ভর্তি হলাম।ক্বায়দা,মাশক,বেসিক তাজওয়ীদ, নাজেরা,হিফজ-এসবের জন্য সময় আর শ্রম হয়ত আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু একাডেমিক পড়াশোনা,চাকরির প্রস্তুতি, আরবি পড়া-এসবের পাশাপাশি আবার আরবির জন্য টাকা ম্যানেজ করা আমার জন্য কঠিন হয়ে পড়বে।এখনও সমস্যা হচ্ছে না তেমন!মাসিক খরচের টাকা যেটা দেওয়া হয় (আব্বু কষ্ট করেই দেয় মোটামুটি, যেন আমার পড়াশোনার কোনো ক্ষতি না হয়) সেটা থেকেই বাঁচিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এভাবে কন্টিনিউ করাটা কি ঠিক ডিসিশন হচ্ছে? আমি চাই না,টাকা,সময় এসব চিন্তা করে আমি আমার কোরআন শিক্ষায় রিসোর্স সিলেকশনে কোনো কম্প্রোমাইজ করি!আর আজকে থেকে শুরু না করলে কবে?!আমি সত্যিই আল্লাহর রহমতে সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারলে সবাই খুব খুশি হবে আমি জানি,কিন্তু এখন ওরা ভাববে পারবো না হয়ত,এত সহজ না,সময় নেই-ইত্যাদি বলবে।তাই আমি চাচ্ছি না তেমন কাউকে কিছু জানাতে!আমার ছোটভাইকে নিয়ে আব্বুর ইচ্ছা ছিল হাফেজ বানানোর,কিন্তু ও মাওলানা লাইনে পড়ছে।তাই জার্নি অনেক কঠিন হলেও এর ফল অমৃত আমি জানি।আমার অবস্থাটা আমি বোঝাতে পেরেছি কি না!আমাকে উত্তম পরামর্শ দিয়ে সাহায্য করুন।