আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
125 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
edited by
আসসালামু আলাইকুম। আমি সামাজিক ধার্মিক পরিবারে বড় হয়েছি।স্কুলে ভর্তি করানোর পূর্বেই আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন বাসায় টিচার এনে,মক্তবে,টিচারের বাসায় গিয়ে-একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সবভাবেই চেষ্টা করেছেন।বাসায় ধর্মীয় বইও রাখার চেষ্টা করেন,নামাজ রেগুলার আদায় করলেও ভালোভাবেই দেখেন,ওই সমাজ যেটুকুতে খুশি আরকি।এছাড়া আমার সম্পূর্ণ পড়াশোনা জেনারেল শিক্ষাব্যবস্থাতেই।এখন আমি দেশের নামকরা এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষে অধ্যয়ন করছি।ভার্সিটিতে আসার পর আমি আলহামদুলিল্লাহ হেদায়াতের কিছুটা স্বাদ পেয়েছি।হাতে ফোন আসায় এত এত রিসোর্সের সংস্পর্শে এসে জানতে পারি আমার কোরআন তিলাওয়াতে লাহান জালি'র মতো ভুল এখনও বিদ্যমান!এর জন্য দক্ষ শিক্ষকের অপ্রতুলতাকেই আমি দায়ী করছি।আমি অবাক হই ইউটিউবে হুজুরদের পড়া শুনলে,হাজার হাজার ভিউস!অথচ পড়ছে " সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"‼️س،ص-এর পার্থক্য পর্যন্ত করতে পারেনা।

দ্বীনি ইলম অর্জনের মহিমান্বিত যাত্রার শুরুতেই আমি আরবি ভাষার বেসিক একটা কোর্স করেছি বাসায় (আব্বুকে/পরিবারের এমন সদস্যদের যারা এখন চাকরির প্রস্তুতির এমন মূখ্যম সময়ে আরবি শেখার পেছনে সময় দেওয়াকে ভালোভাবে নিবে না বলে আমার মনে হয়েছে) না জানিয়ে টিউশন বা জমানো টাকা থেকে করেছি যেন কোরআন বুঝতে পারি।পরে মনে হলো ভাষায় দক্ষ হওয়ার আগে কোরআন সহীহ করা দরকার, নয়ত নামাজ ভুল হবে।আবার লাস্ট ১০ সূরা দিয়ে নামাজ পড়তে পড়তে মনে সাধ হয়,এত পড়াশোনা করছি!আল্লাহ আমার গাইডলাইন হিসেবে যে গাইড আমাকে দান করলেন,সেটা নিজের মধ্যে ধারন করছি না!কেমন হচ্ছে ব্যাপারটা!

সিদ্ধান্ত নিলাম হিফজ করবো ইনশাআল্লাহ।একেক রাকাআতে একেক সূরা দিয়ে নামাজ আদায় করবো।খুব সুন্দর করে তিলাওয়াত করবো!
সবদিক বিবেচনায় এক বান্ধবীর পরামর্শে কোরআন এণ্ড ক্বিরআতে ক্বায়দা কোর্সে ভর্তি হলাম।ক্বায়দা,মাশক,বেসিক তাজওয়ীদ, নাজেরা,হিফজ-এসবের জন্য সময় আর শ্রম হয়ত আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু একাডেমিক পড়াশোনা,চাকরির প্রস্তুতি, আরবি পড়া-এসবের পাশাপাশি আবার আরবির জন্য টাকা ম্যানেজ করা আমার জন্য কঠিন হয়ে পড়বে।এখনও সমস্যা হচ্ছে না তেমন!মাসিক খরচের টাকা যেটা দেওয়া হয় (আব্বু কষ্ট করেই দেয় মোটামুটি, যেন আমার পড়াশোনার কোনো ক্ষতি না হয়) সেটা থেকেই বাঁচিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এভাবে কন্টিনিউ করাটা কি ঠিক ডিসিশন হচ্ছে? আমি চাই না,টাকা,সময় এসব চিন্তা করে আমি আমার কোরআন শিক্ষায় রিসোর্স সিলেকশনে কোনো কম্প্রোমাইজ করি!আর আজকে থেকে শুরু না করলে কবে?!আমি সত্যিই আল্লাহর রহমতে সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারলে সবাই খুব খুশি হবে আমি জানি,কিন্তু এখন ওরা ভাববে পারবো না হয়ত,এত সহজ না,সময় নেই-ইত্যাদি বলবে।তাই আমি চাচ্ছি না তেমন কাউকে কিছু জানাতে!আমার ছোটভাইকে নিয়ে আব্বুর ইচ্ছা ছিল হাফেজ বানানোর,কিন্তু ও মাওলানা লাইনে পড়ছে।তাই জার্নি অনেক কঠিন হলেও এর ফল অমৃত আমি জানি।আমার অবস্থাটা আমি বোঝাতে পেরেছি কি না!আমাকে উত্তম পরামর্শ দিয়ে সাহায্য করুন।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
مِنْ فَرَائِضِ الْإِسْلَامِ تَعَلُّمُهُ مَا يَحْتَاجُ إلَيْهِ الْعَبْدُ فِي إقَامَةِ دِينِهِ وَإِخْلَاصِ عَمَلِهِ لِلَّهِ تَعَالَى وَمُعَاشَرَةِ عِبَادِهِ. 
প্রত্যেক মুসলমানের উপর ইসলামের ফরয বিধানসমূহ থেকে একটি ফরয হচ্ছে। দ্বীন প্রতিষ্টা তথা এখলাছের সাথে তার উপর আমল করতে প্রয়োজনীয় জ্ঞানার্জন করা ও মানুষের সাথে সদাচরণের জ্ঞানার্জন করা(ফরয)।
وَفَرْضٌ عَلَى كُلِّ مُكَلَّفٍ وَمُكَلَّفَةٍ بَعْدَ تَعَلُّمِهِ عِلْمَ الدِّينِ وَالْهِدَايَةِ تَعَلُّمُ عِلْمِ الْوُضُوءِ وَالْغُسْلِ وَالصَّلَاةِ وَالصَّوْمِ، وَعِلْمِ الزَّكَاةِ لِمَنْ لَهُ نِصَابٌ، وَالْحَجِّ لِمَنْ وَجَبَ عَلَيْهِ وَالْبُيُوعِ عَلَى التُّجَّارِ لِيَحْتَرِزُوا عَنْ الشُّبُهَاتِ وَالْمَكْرُوهَاتِ فِي سَائِرِ الْمُعَامَلَاتِ. وَكَذَا أَهْلُ الْحِرَفِ، 
প্রত্যেক মুকাল্লাফ-মুকাল্লাফাহ(আক্বেল-বালেগ নর-নারী)এর উপর দ্বীনের প্রয়োজনীয় জ্ঞানার্জনের পর ফরয হচ্ছে,ওজু,গোসল,নামায এবং রোযা,এর জ্ঞান অর্জন করা। এবংনেসাবপ্রাপ্ত মালের মালিকের উপর যাকাতের জ্ঞান অর্জন করা। এবং যার উপর হজ্ব ফরয,তার জন্য হজ্বের বিধি-বিধান অর্জন করা। এবং ব্যবসায়ীদের উপর ব্যবসা সম্পর্কিত জ্ঞান অর্জন করা।এজন্য ফরয,যাতে তারা উক্ত বিষয় সম্পর্কিত বিভিন্ন অস্পষ্টতা,সন্দেহ ও অপছন্দনীয় দিবসসমূহ থেকে অনায়াস বেছে থাকতে পারে।ঠিকতেমনিভাবে পেশাজীবীদের জন্য সংশ্লিষ্ট পেশা সম্পর্কে জ্ঞানার্জন করা ফরয। ইবনে আবেদীন শামী রাহ.জ্ঞান শিক্ষা ফরয সম্পর্কিত একটি মূলনীতি তুলে ধরেন।যাকে আমাদের সামনে আসলে,ভবিষ্যৎ অনেক অস্পষ্টতা দূরবিত হয়ে যাবে ইনশা'আল্লাহ। (রদ্দুল মুহতার-১/৪২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 1893 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি আপনার পরিবারে সাথে পরামর্শ করে, জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা অর্জন করবেন।বিশেষ করে কুরআন তিলাওয়াত শিখবেন। সর্বোপরি আপনার পরিবারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...