আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
125 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম।
সম্মানিত শায়েখ,
আমার প্রশ্ন হলো-

জরুরী প্রয়োজনে কি সাময়িক সময়ের জন্য অন্য মাজহাবের ফতোয়া অনুসরণ করা যাবে?

উদাহরণ স্বরূপ -  এক ব্যাক্তি হানাফী মাজহাব অনুসরন করেন। আসরের সময়  তার একটি গুরুত্বপূর্ণ এপয়েন্টমেন্ট আছে। শাফেয়ী মাজহাব অনুসারে যেহেতু আসরের সময় অনেক আগেই শুরু হয় সে হিসাবে তিনি কি তখন শাফেয়ী মাজহাব অনুসারে আসরের সালাত আগেই আদায় করে কাজে যেতে পারবেন?

আবার বিতরের সালাতে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে তিনি যদি এটা মনে সিজদায়ে সাহু না করেন যে অন্য মাজহাবে এটি ওয়াজিব নয়, এটি কি যায়েজ হবে?

হারামাইনে তো হাম্বলী মাজহাব অনুসারে ইমাম সালাত পড়ান এ সময় হানাফিরা কি নিয়ত করবেন।

এগুলোর জন্য কি আলাদা করে নিয়ত করতে হবে যে আমি এখন এই মাজহাবের রুলিং ফলো করে এই কাজটি করছি?

<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_240429_004729_570.sdoc-->

1 Answer

0 votes
by (573,870 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

এটি জায়েজ নেই।
এতে নফসের পূজা হবে। 

সমস্ত মাসয়ালাতেই নিজ মাযহাব অনুযায়ী আমল করতে হবে।
অন্যথায় নফস ও খাহেশাতের পূজা হবে,যাহা হারাম। 

আল্লাহ তায়ালা সুরা সোয়াদের ২৬ নং আয়াতে ইরশাদ করেনঃ 

 وَ لَا تَتَّبِعِ الۡهَوٰی فَیُضِلَّکَ عَنۡ سَبِیۡلِ اللّٰهِ ؕ اِنَّ الَّذِیۡنَ یَضِلُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰهِ لَهُمۡ عَذَابٌ شَدِیۡدٌۢ بِمَا نَسُوۡا یَوۡمَ الۡحِسَابِ ﴿۲۶﴾

আর প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য কঠিন আযাব রয়েছে। কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল।

বিস্তারিত জানুনঃ
https://ifatwa.info/12256/

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
এক্ষেত্রে আসরের নামাজের বিষয়টি ভিন্ন।

হাদীস শরীফে এসেছে   

قَالَ أَبُو هُرَيْرَةَ: أَنَا أُخْبِرُكَ، صَلِّ الظُّهْرَ، إِذَا كَانَ ظِلُّكَ مِثْلَكَ .وَالْعَصْرَ،  إِذَا كَانَ ظِلُّكَ مِثْلَيْكَ.

হযরত আবূ হুরায়রা রাঃ বলেন, আমি তোমাদের জানাচ্ছি যে, যখন তোমার ছায়া তোমার সমান হয়, তখন যোহরের নামায পড়, আর যখন তা দ্বিগুণ হয়, তখন আসরের নামায পড়। {মুয়াত্তা মালিক, হাদীস নং-১২, ৯, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-২০৪১, কানযুল উম্মাল, হাদীস নং-২১৭৩৪}
,
قال المشائخ: ينبغى أن لا يصلى العصر حتى يبلغ المثلين، ولا يؤخر الظهر إلى أن يبلغ المثل ليخرج من الخلاف فيها، (الحلبى الكبير، كتاب الصلاة، بحث فروع فى شرح الطحاوى-227، رد المحتار، كتاب الصلاة-1/359، البحر الرائق، كتاب الصلاة-1/425-426، حاشية الطحطاوى على الدر المختار، كتاب الصلاة-1/173) 

যার সারমর্ম হলো ২ মিছিল হওয়ার পর আছরের নামাজ পড়বে,এক মিছিল পর্যন্ত জোহরের নামাজ দেড়ি করবেনা
যাতে ইমামদের ইখতিলাফ থেকে বাঁচা যায়।
,

বিস্তারিত জানুন 
,
আসর দেরী করে দুই মিছলের সময় পড়া মুস্তাহাব তবে বিশেষ প্রয়োজনে প্রথম মিছলে পড়ে নিলেও যথেষ্ট হবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
আছরের নামাজের শুরুর ওয়াক্ত সম্পর্কে হানাফি মাযহাবের ইমামদের মধ্যেই মতানৈক্য আছে।
১ম মিছিলে ওয়াক্ত আসারও গুরুত্বপূর্ণ রেওয়ায়ত আছে। (যদিও এটার উপর ফতোয়া নয়।)
তাই ১ম মিছিলে নামাজ আদায়  আদায় করলেও সেটি অন্য মাযহাবকে মানা হবেনা,বরং আমাদের মাযহাবের এক মতকে অনুসরণই বুঝাবে।

হারামাইনে হাম্বলী মাজহাব অনুসারে ইমাম সালাত পড়ান এ সময় হানাফিরা তাদের মতো সালাত আদায়ের নিয়ত করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...