আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
1.পরিবারের একজন হকপন্থি হাফেজ নাকি কিয়ামতের দিন 70 জনের জন্য সুপারিশ করতে পারবেন আল্লাহ সুবহানাল্লাহ তালার ইচ্ছায়, এটা কতোটুকু সঠিক?
2. কেউ যদি কোন কবিরাজ এর কথায় বিশ্বাস করে বসে, এটা না জেনে যে তা পাপ, তাহলেও কি তার মৃত্যুর পর শাস্তি হবে? এটা কী ধরনের পাপ? মৃত ব‍্যাক্তির ক্ষেত্রে এর কি কোনো কাফফারা হবে?
3. যদি কেউ এ বিশ্বাস এর সাথে তাবিজ পরিধান করে যে, আল্লাহ সর্বময় এবং একমাত্র ক্ষমতার অধিকারী, আর কবিরাজ শুধু চিকিৎসক মাত্র, তার দেয়া পানি পরা, তাবিজ সব শুধুমাত্র একটা ঔষুধ, যার দ্বারা একমাত্র আল্লাহর ইচ্ছায় মানুষ জাদুটোনা থেকে সুস্থ হতে পারে, তবুও কি তাবিজ পরা শিরক হবে? বা কবিরাজ এর কথায় বিশ্বাস করা শিরক হবে?
4. যদি কোনো কবিরাজ এই বলে তাবিজ দেয় যে তাতে কুরআনের আয়াত আছে, কিন্তু আসলে কুফরীর জিনিস আছে, আর কোনো ব‍্যাক্তি যদি তা না জেনে পরিধান করে, তাহলেও কি তার পাপ হবে?