আসসালামু আলাইকুম, আমার মামার বিয়ে আগামি মাসের ১৭ তারিখ।কমিইউনিটী সেন্টার এ হবে,ছেলে মেয়ে একসাথে।
তবে আমি যেতে চাচ্ছি না, কারন আমার ভয় হয় এসব যাওয়া নিয়ে,নিজের যৌবন রক্ষা, তাকওয়ার ভয় সাথে আমার এসব পরিবেশ একদম ভাল লাগে না।কিন্তু আমার পরিবারে অনেকেই তা মানছে না,আম্মু বলতেছে তুই তাহলে মারকেটে,বাহিরে, রেস্টুরেন্টে কিভাবে যাছ?আমি জানি এগুলোও৷ ঠিক না আমারো মন চায় না,কিন্তু আমি এসব থেকে দিল থেকে বাছতে চাই,তাও মাঝে মাঝে আননদ বসত যাওয়া হয়,পরে মনে মনে বলি আর যাব না, কারন সেখানকার পরিবেশ ও আমার ভাল লাগে না,এখন আম্মু আমাকে অবাধ্য সন্তান,খাস পরদাকারীদের চেনা যায়,আমি অরধেক মানি অরধেক মানি না এসব কথা বলতেছে,এখন আমি আল্লাহর জন্য নিজেকে ফিতনা মুক্ত রাখারা জন্য যেতে চাচ্ছি না,আমার সিদ্ধান্ত কি ঠিক আছে,,??
বড় মামার বিয়েতেও যাই নি গ্রামে হয়েছে,পরিবেশ খুব খারাপ ছিল,এই মামার বিয়েতেও যাব না বলেছি এখন সবাই রাগ করবে কিন্তু আমি কারো রাগ কে প্রাধান্য দিচ্ছি না কারন আমার কাছে আমার আল্লাহ আগে এই ধারণা টা কি ঠিক করেছি উস্তাদ?
আর এসব ছেলে মেয়ে একসাথে অনুষ্ঠানে একা বা পরিবার নিয়ে যাওয়া কি ঠিক?
আমার নিজের তাকওয়া অনুযায়ী যদি উত্তর দিতেন।আমার বয়সো বেশি না।আমার যোৌবন ঠিক রাখতে আমি এসব করতেছি।