জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
বিকাশে শর্ত হচ্ছে: আমি এজেন্ট ব্যবসায়ী হিসেবে ক্যাশ ইন বা কাস্টমারের টাকা পাঠানোর ক্ষেত্রে কাস্টমারকে ফিজিক্যালি আমার দোকানে আসতে হবে। এবং তার 5000 টাকার ঊর্ধ্বে টাকা পাঠালে তার আইডি কার্ডের ফটোকপি রাখতে হবে ইত্যাদি। অথবা আইডি কার্ডের নাম্বার লিখে রাখতে হবে।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে বিকাশের শর্ত মানার জন্য সেই ছোট ভাইকে প্রতিনিয়ত প্রত্যেকটা লেনদেনের সময় ফিজিক্যালি আপনার দোকানে আসতে হবে।
নতুবা এক্ষেত্রে বিকাশের শর্ত মানা হবেনা।
(০২)
এক্ষেত্রে বিকাশের শর্ত মানা হচ্ছেনা।
কাস্টমার এর পক্ষ থেকে উকিল টাকা পাঠানোর ক্ষেত্রে ফিজিক্যালি আপনার দোকানে আসছেনা।
সুতরাং এক্ষেত্রে বিকাশের শর্ত না মানার কারনে এটি বৈধ হবেনা।
(এ সংক্রান্ত আর কিছু জানার থাকলে নিকটতম দারুল ইফতায় স্বশরীরে যোগাযোগ এর পরামর্শ থাকবে।)