এক ভাইয়ের পক্ষ থেকে-
সম্পদশালী বাবার, বেকার ছেলে অনার্সে পড়ছে। বয়স্ক বাবার প্রচলিত সমাজ অনুপাতে দীনের বুঝ আছে বলা যায় তবে ছেলের ইঞ্জিনিয়ারিং পড়া ক্ষতিগ্রস্ত হবে এই আশঙ্কায় দীনি কিতাব/শিক্ষায় খরচ দিতে অনিচ্ছুক।
কিন্তু সেই ছাত্র ভাই বছরখানেক হলো দ্বীনের বুঝ পেয়েছে, ইনকামের চেষ্টায় আছে তবে এখন ৩ বছর মেয়াদী আলিম কোর্স করতে বদ্ধপরিকর।
পুওর ফান্ডে আবেদন সাপেক্ষে কতৃপক্ষ কিছু টাকা ছাড় দিয়েছে। এমতাবস্থায় শুধুমাত্র কোর্স সংক্রান্ত খরচ বহনের জন্য সে কি ফিতরা/ফিদিয়া/যাকাতের টাকা নেওয়ার উপযুক্ত হবে?